Imran Khan: ইমরান খানের বাড়ির দখল নিল পুলিশ

Imran Khan: তোশাখানা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছেন ইমরান। এর মধ্যেই লাহোরে তাঁর বাড়ির দখল নিল পাক পুলিশ।

Imran Khan: ইমরান খানের বাড়ির দখল নিল পুলিশ
ইমরান খানের বাড়ির বাইরে পুলিশ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 3:41 PM

ইসলামাবাদের: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁড়া যেন কিছুতেই যাচ্ছে না। একাধিক মামলা নাচছে তাঁর ঘাড়ে। এক মামলায় রক্ষাকবচ পাচ্ছেন, তো অন্য মামলা নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান পুলিশ। তোশাখানা মামলায় আজ হাজিরার জন্য ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। আর তিনি পিটিআই কর্মীদের নিয়ে রওনা হতেই তাঁর লাহোরের বাড়ির দখল নিল পুলিশ। গেট ভেঙে, ব্যারিকেড সরিয়ে ক্যাপ্টেনের বাড়ি ঢুকে পড়ে পুলিশ।

ইমারানের বাড়ির বাইরে ব্যাপক ধরপাকড় শুরু হয়। বাড়ির বাইরে চলে গুলিও। জানা গিয়েছে, গোটা বাড়ির দখল নিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, বাসভবনের সামনেই পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ বাঁধে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের কর্মীদের। পিটিআই কর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত, আজ তোশাখানা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছেন ইমরান। এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে প্রায় আটখানা মামলা ঝুলছে। খুব বরাত জোরে বিভিন্ন মামলায় এক-দু’দিনের জন্য জামিন পাচ্ছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাই যেকোনও মুহূর্তে ইমরানকে গ্রেফতার করা হতে পারে, সেই জল্পনাও জোরালো হচ্ছে পুলিশের এই অভিযান ঘিরে।

এদিকে জানা গিয়েছে, পুলিশি এই অভিযানের সময় বাসভবনে ছিলেম ইমরান খানের স্ত্রী বুশরা বেগম। ইমরান খান টুইট করে জানিয়েছেন, “এরই মধ্যে পঞ্জাব পুলিশ জ়ামান পার্কে আমার বাড়িতে হামলা চালিয়েছে। সেখানে বুশরা বেগম একা রয়েছেন। কোন আইনে তারা এটা করছে? এটি লন্ডন পরিকল্পনার একটি অংশ। সেই পরিকল্পনায় পলাতক নওয়াজ় শরিফকে একটি নিয়োগে সম্মত হওয়ার বিনিময়ে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।” এদিকে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তাঁর বাসভবনে হামলার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইমরান সমর্থকদের লাঠি দিয়ে মারছে পুলিশ। যে সময় নিজের বাসভবনে পুলিশের অভিযান চলছে তখন আদালতের পথে ইমরান।