Pakistan’s elections: জানুয়ারির শেষ সপ্তাহেই পাকিস্তানে সাধারণ নির্বাচন, জানাল নির্বাচন কমিশন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তান নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৪-এর জানুয়ারির শেষ সপ্তাহেই হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের কাজ পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই সেই তালিকা প্রকাশ করে তার উপর আপত্তি ও যুক্তি শোনা হবে।

Pakistan's elections: জানুয়ারির শেষ সপ্তাহেই পাকিস্তানে সাধারণ নির্বাচন, জানাল নির্বাচন কমিশন
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Sep 21, 2023 | 6:51 PM

ইসলামাবাদ: ২০২৪-এর জানুয়ারির শেষ সপ্তাহেই হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঘোষণা করল পাকিস্তান নির্বাচন কমিশন। পাকিস্তান নির্বাচন কমিশন জানিয়েছে, ইতিমধ্যেই নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের কাজ পর্যালোচনা করা হয়েছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ২৭ সেপ্টেম্বর নয়া নির্বাচনী এলাকাগুলির প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকার বিষয়ে সমস্ত আপত্তি এবং যুক্তি শোনার পর, ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সাধারণ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনার জন্য, আগামী মাসে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে একটি বৈঠক করবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনের আগে প্রচারের জন্য ৫৪ দিন সময় দেওয়া হবে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে