Pakistan Fires Missile: পাকিস্তানের ‘ফুটো মস্তানি’! যখন-তখন ছুড়ে দিচ্ছে ‘শূন্য’ মিসাইল

Pakistan Fires Missile: এই মিসাইল পরীক্ষার পর সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ শাখা ISPR একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে তারা জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনা প্রধান অংশগ্রহণকারী বৈজ্ঞানিক, জওয়ান ও ইঞ্জিনিয়ারদের অনেক শুভেচ্ছে জানিয়েছেন।

Pakistan Fires Missile: পাকিস্তানের ফুটো মস্তানি! যখন-তখন ছুড়ে দিচ্ছে শূন্য মিসাইল
পাকিস্তানের 'ফুটো মস্তানি'Image Credit source: X

|

May 05, 2025 | 3:39 PM

ইসলামাবাদ: মিসাইল ছুড়ছে পাকিস্তান। কোথায়? তা ঠিক স্বীকার করছে না তারা। তবে গোটা ব্যাপারটাই পরীক্ষার জন্য। আর ওয়াকিবহাল মহল বলছে, এটা আসলে ভারতকে ভয় দেখানো এক চেষ্টা। সূত্রের খবর, সোমবার দ্বিতীয় দফায় নিজেদের ‘সারফেস টু সারফেস’ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার কাজ শেষ করল পড়শি দেশ।

এই মিসাইল পরীক্ষার পর সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ শাখা ISPR একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে তারা জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনা প্রধান অংশগ্রহণকারী বৈজ্ঞানিক, জওয়ান ও ইঞ্জিনিয়ারদের অনেক শুভেচ্ছে জানিয়েছেন। পাকিস্তানি সেনা যে কোনও হামলাকে প্রতিহত করতে সক্ষম, এই বিষয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছে তারা।

এই দ্বিতীয়বার ‘শূন্যে’ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান। গত শনিবারের আবদালি ওয়েপন সিস্টেম নামে ৪৫০ কিলোমিটার রেঞ্জ পর্যন্তু যেতে পারে, এমন একটি মিসাইলের পরীক্ষা চালিয়েছিল তারা। দিন কতক পেরতেই আবার নতুন মিসাইল নিয়ে ময়দানে। জানা গিয়েছে, সোমবার পরীক্ষা চালানো এই মিসাইল অতিক্রম করতে পারে ১২০ কিলোমিটার এলাকা।

তবে যখন পাকিস্তানে এক সেনাকর্তা তাদের প্রধানকে সেনার বেহাল দশা সম্পর্কে গোপন চিঠি লিখে পাঠাচ্ছেন। সেই আবহে এই দুনিয়াকে দেখিয়ে মিসাইল পরীক্ষা অনেকটাই ‘ফুটো-মস্তানের’ মতো আচরণকেই দর্শায় বলে মত ওয়াকিবহল মহলের। রবিবার, পাক সেনার অন্দরে ঘুরে বেড়ানো একটি চিঠি সাড়া ফেলেছে গোটা দুনিয়ায়। যেখানে দেখা গিয়েছে, এক সেনা কর্তা, তাদের সেনা প্রধান অসীম মুনিরকে লিখছেন, পাক সেনার কাছে না আছে খাবার, না আছে টাকা। বিকল হয়েছে যুদ্ধের যন্ত্রপাতিও। সেই আবহেই ‘লোক দেখানো’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান।