Pakistani Man Arranged Mother’s Second Marriage: দাঁড়িয়ে থেকে অন্য পুরুষের সঙ্গে মায়ের দ্বিতীয় বিয়ে দিলেন পুত্র, ভাইরাল হতেই নেটাগরিকরা বললেন…

Jan 18, 2025 | 2:34 PM

Pakistani Man Arranged Mother's Second Marriage: ছেলে হিসাবে, আমি মনে করি আমি সঠিক কাজটি করেছি। ১৮ বছর পর জীবন যখন দ্বিতীয় সুযোগ দিয়েছে তখন আমি আমার মাকে সমর্থন করেছি।

Pakistani Man Arranged Mothers Second Marriage: দাঁড়িয়ে থেকে অন্য পুরুষের সঙ্গে মায়ের দ্বিতীয় বিয়ে দিলেন পুত্র, ভাইরাল হতেই নেটাগরিকরা বললেন...
Image Credit source: Instagram

Follow Us

ছেলের বিয়ে দেয় মা-বাবা, এটা আমরা প্রায় সকলেই জানি। কিন্তু দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে মায়ের বিয়ে দিচ্ছে পুত্র, এই ছবি বোধহয় বাস্তবে খুব একটা দেখতে পাই না আমরা। সম্প্রতি এমনই এক ঘটনা ভাইরাল হয়েছে সমাজমাধ্যম জুড়ে।

যেখানে দেখা যাচ্ছে সাজিয়ে-গুছিয়ে নিজের মায়ের দ্বিতীয় বিয়ে দিচ্ছেন এক পাকিস্তানি যুবক।
ইনস্টাগ্রামে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে আব্দুল আহাদ তার মায়ের সঙ্গে আবেগঘন মূহুর্ত শেয়ার করে নিয়েছেন। সদ্য সমাপ্ত হয়েছে মায়ের দ্বিতীয় বিয়ে।

আব্দুল বলেন, “গত ১৮ বছর ধরে, আমি আমার ক্ষমতা অনুযায়ী মাকে সুখী জীবন উপহার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি, কারণ আমাদের জন্য মা অনেক ত্যাগ করেছে। নিজের একটা শান্তিপূর্ণ সুখী জীবন প্রাপ্য ছিল মায়ের। তাই ছেলে হিসাবে, আমি মনে করি আমি সঠিক কাজটি করেছি। ১৮ বছর পর জীবন যখন দ্বিতীয় সুযোগ দিয়েছে তখন আমি আমার মাকে সমর্থন করেছি।”

আব্দুলের সাহসী পদক্ষেপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটাগরিক বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “এটি খুবই অনুপ্রেরণাদায়ক! প্রাচীন মানসিকতার বিরুদ্ধে প্রিয়জনের পাশে দাঁড়ানো সহজ নয়।”

আরেকজন লিখেছেন, “কী সুন্দর বন্ডিং আপনাদের, তোমার মা তোমাকে পেয়ে ভাগ্যবান।”

 

Next Article