টোকিও: জেগে উঠছে আগ্নেয়গিরি। সোমবার দুপুরে হঠাৎ করেই জেগে উঠেছে পাপুয়া নিউ গিনির (Papua New Gunea) একটি আগ্নেয়গিরি। জাপান উপকূলের অদূরে নিউ ব্রিটেন দ্বীপে অবস্থিত মাউন্ট উলাউয়ান নামক ওই আগ্নেয়গিরি থেকে উষ্ণ লাভার স্রোত ও কালো ধোঁয়া বেরোতে শুরু করেছে। যার ফলে সিঁদুরে মেঘ দেখছে জাপানের বাসিন্দারা। জাপান (Japan) উপকূলে সুনামির (Tsunami) আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে,পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপে অবস্থিত মাউন্ট উলাউয়ান আগ্নেয়গিরিটি দীর্ঘদিন সুপ্ত অবস্থায় ছিল। এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ হঠাৎ করেই অগ্ন্যুৎপাত শুরু হয়। মাউন্ট উলাউনের মুখ থেকে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া এবং গরম লাভার স্রোত বেরোতে শুরু করে। কালো ধোঁয়া প্রায় ১৫ হাজার ফুট উঁচু পর্যন্ত ওঠে। সেই অগ্ন্যুৎপাতের ছবি নাসার স্যাটেলাইট ক্যামেরাতেও ধরা পড়েছে। এরপরই জাপান উপকূলে সুনামির আশঙ্কা দেখা দেয়।
জাপানের আবহাওয়া দফতরের তরফে উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। যদিও সুনামি আদৌ আছড়ে পড়বে কি না এবং সেটা হলেও কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত সমুদ্রের জলস্তরের বিশেষ কোনও হেরফের দেখা যায়নি। তবে সুনামি আছড়ে পড়লে প্রথমে ইজু ও ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জ বিপদে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। অন্যদিকে, এই অগ্ন্যুৎপাতের ফলে পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পেরও আশঙ্কা রয়েছে। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও ঘটনা ঘটেনি। ফলে এখনও পর্যন্ত কোনও সুনামি-সতর্কতা জারি করা হয়নি।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর জাপানের ইয়োজিমা দ্বীপের অদূরে প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। তার ছাই, পাথর, লাভা পর্যন্ত উড়ে এসেছে উপরের দিকে। সেই ঘটনার পরেও জাপান উপকূলে সুনামি-আশঙ্কা দেখা দেয়।