AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Island of Love: হামেশাই আসেন বিয়ন্সে থেকে জেফ বেজ়োস, প্রেমের মাসে জলের দরে বিক্রি হচ্ছে ‘আইল্যান্ড অব লাভ’, কিনবেন নাকি?

Island of Love: প্রেমের সপ্তাহেই ক্রোয়েশিয়ার 'আইল্যান্ড অব লাভ' বিক্রির ঘোষণা হয়।  অ্যাড্রিয়াটিক সাগরের পাসমান খালের পাশেই অবস্থিত এই দ্বীপের নাম গালেসঞ্জাক। তবে পর্যটকদের কাছে এই দ্বীপ পরিচিত আইল্যান্ড অব লাভ নামেই।

Island of Love: হামেশাই আসেন বিয়ন্সে থেকে জেফ বেজ়োস, প্রেমের মাসে জলের দরে বিক্রি হচ্ছে 'আইল্যান্ড অব লাভ', কিনবেন নাকি?
আইল্য়ান্ড অব লাভ।
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 7:00 AM
Share

জ়াগরেব: প্রেমের সপ্তাহ চলছে। এই সময়ে প্রেমিক-প্রেমিকাকে উপহার দেন সকলে। গোলাপের তোড়া, টেডি বিয়ারের মতো উপহার অনেক পুরনো হয়ে গিয়েছে। সকলেই চান নিজের প্রিয় মানুষকে অত্যাধুনিক, অনন্য কিছু উপহার দিতে, যা অন্য কেউ কখনও দেয়নি। আপনারও যদি এমনই ইচ্ছা থাকে, তবে রয়েছে সুবর্ণ সুযোগ। এই প্রেমের মাসেই আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন আস্ত একটা দ্বীপ। বাকি আর পাঁচটা দ্বীপের থেকে এই দ্বীপ অনেকটাই আলাদা, কারণ এই দ্বীপের আকার হৃদয়ের মতো। পর্যটকরা এই দ্বীপের নাম দিয়েছেন “আইল্যান্ড অব লাভ”। এই অসামান্য সুন্দর দ্বীপ বিক্রি হচ্ছে, দাম প্রায় ১১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় এর দাম ৯১ কোটি টাকা।

প্রেমের সপ্তাহেই ক্রোয়েশিয়ার ‘আইল্যান্ড অব লাভ’ বিক্রির ঘোষণা হয়।  অ্যাড্রিয়াটিক সাগরের পাসমান খালের পাশেই অবস্থিত এই দ্বীপের নাম গালেসঞ্জাক। তবে পর্যটকদের কাছে এই দ্বীপ পরিচিত আইল্যান্ড অব লাভ নামেই। এই দ্বীপের অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য এতটাই বিখ্যাত যে বিভিন্ন তারকা থেকে বিশিষ্ট ব্য়ক্তিত্বরা এখানে সময় কাটাতে আসেন। এই তালিকায় রয়েছেন বিয়ন্সে, জেফ বেজোস, মাইকেল জর্ডানের মতো নাম।

দ্য নিউ ইয়র্ক পোস্টের তরফে জানানো হয়েছে, মার্কিন পপ গায়িকা বিয়ন্সে এই দ্বীপেই তাঁর ৩৯ তম জন্মদিন কাটাতে এসেছিলেন। প্রত্যেক বছরই কয়েকদিন, এমনকী কয়েক সপ্তাহও তিনি এই দ্বীপে কাটিয়ে যান। বিখ্যাত বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান থেকে শুরু করে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসও এই দ্বীপে এসে সময় কাটান।

জানা গিয়েছে, এই দ্বীপে কোনও হোটেল, ভিলা বা রেস্তোরাঁ নেই। যারাই আসেন, তারা ইয়টেই সময় কাটান। দ্বীপের মালিক জানিয়েছেন, হৃদয়ের আকারের এই দ্বীপের এক তৃতীয়াংশই বিক্রি করা হবে। ১০ একর জমির এই অংশে উন্নয়ন কাজও করা যাবে।