Pentagon leak: পেন্টাগন থেকে তথ্য ফাঁস, ধৃত বায়ুসেনার শিক্ষানবিশ কর্মী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 15, 2023 | 12:01 AM

তথ্যপ্রযুক্তি সংক্রান্ত জ্ঞানকে কাজে লাগিয়েই টেইকজেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রের একাধিক গোপন তথ্য ফাঁস করেছে বলে অভিযোগ।

Pentagon leak: পেন্টাগন থেকে তথ্য ফাঁস, ধৃত বায়ুসেনার শিক্ষানবিশ কর্মী
পেন্টাগন তথ্য ফাঁসে ধৃত যুবক।

Follow Us

পেন্টাগন: আমেরিকার প্রতিরক্ষাঘাঁটি, পেন্টাগন (Pentagon) থেকে তথ্য ফাঁসের ঘটনায় গ্রেফতার হল যুবক। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে গ্রেফতার করেছে সে দেশের গোয়েন্দা বিভাগ। বায়ুসেনা বিভাগের শিক্ষানবিশ কর্মী এই যুবক মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত তথ্য একাধিক গোপন তথ্য ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম জ্যাক টেইকজেরিয়া। তিনি আমেরিকার বায়ুসেনা বিভাগের শিক্ষানবিশ কর্মী। এই পদে কাজ পাওয়ায় ন্যূনতম শর্ত হল, দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কেও খুঁটিনাটি তথ্য জানতে হবে। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত জ্ঞানকে কাজে লাগিয়েই টেইকজেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রের একাধিক গোপন তথ্য ফাঁস করেছে বলে অভিযোগ।

সূত্রের খবর, আমেরিকা যে মিত্র ও শত্রু দেশগুলির উপর ধারাবাহিকভাবে নজরদারি চালিয়ে গিয়েছে, জ্যাক টেইকজেরিয়ার ফাঁস হওয়া তথ্যে তার ইঙ্গিত আছে। যার মধ্যে রুশ-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত বাইডেন প্রশাসনের পদক্ষেপ সহ মার্কিন গোয়েন্দার একাধিক গোপন তথ্য রয়েছে। এই ধরনের ঘটনা কোনভাবে বরদাস্ত করা হবে না বলে ন্যাশনাল গার্ডের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার এবং এটিকে ক্ষুণ্ণ করার যে কোনও প্রচেষ্টার সঙ্গে আমরা আপস করব না।”

যদিও আমেরিকার প্রশাসনের উচ্চমহল থেকে বিষয়টি লঘু করার চেষ্টা করা হচ্ছে। তবে এই ঘটনাটি এক দশক আগের উইকিলিকসের স্মৃতি উসকে দিচ্ছে। উইকিলিকিসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ প্রায় ৭০ হাজার গোপন নথি ফাঁস করে দিয়ে আমেরিকা-সহ সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন।

Next Article