বেজিং: স্নান, খাওয়া-দাওয়া সেরে অফিসের জন্য বেরিয়েছেন, মাঝ রাস্তায় একদম ভিজে গেলেন। বৃষ্টি হল বটে, তবে তা জলের নয়। হলুদ জল, তার মধ্যে মিশে আছে শক্ত ‘জিনিস’ও! অফিস যাওয়ার পথেই মলের বৃষ্টিতে স্নান করে গেলেন সবাই। গাড়ি থেকে বাইক, এমনকী পথচারীরাও রক্ষা পেলেন না। কড়া দুর্গন্ধ, সত্যি সত্যি মলের বৃষ্টিতে স্নান করে তো তাদের প্রাণ যায় যায়। ভয়ঙ্কর এমনই অভিজ্ঞতার সাক্ষী হতে হল চিনের বহু মানুষকে।
দক্ষিণ চিনের একটি ব্যস্ত রাস্তার এক পাশে নিকাশির কাজ চলছিল। হঠাৎই নিকাশি পাইপ ফেটে যায়। এত জোরে বিস্ফোরণ হয় যে ৩৩ ফুট অবধি নোংরা জল আকাশে ওঠে, তারপর তা রাস্তা দিয়ে যাওয়া পথচারী, গাড়ি-বাইকের উপরে পড়ে।
🔥🚨BREAKING: Poop exploded everywhere landing on the road, cars, people, and pets the moment a sewage pipe pressure test in Nanning failed. This scene of horror shows feces falling from the sky after the initial explosion in China. pic.twitter.com/qD56fUTQuA
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) September 27, 2024
রাস্তায় বেরিয়ে মাথা থেকে পা পর্যন্ত মলের বৃষ্টিতে স্নান করে ভয়ঙ্কর হাল সাধারণ মানুষের। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু গাড়িও। তবে এই ঘটনায় কেউ আহত হননি। এমন ঘটনার পর প্রশাসনকে রাস্তা সাফ করতেও কালঘাম ছোটাতে হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।