PM Modi: মাইলের পর মাইল জুড়ে লোকজনের ভিড়, প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখেই আপ্লুত মরিশাসবাসী
PM Modi in Mauritius: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনও রোডশো করেন, তা সে দেশের যে কোনও প্রান্তেই হোক, হাজার হাজার মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন, তাঁকে দেখার অপেক্ষায়। কিন্তু বিদেশের মাটিতে? সেখানেও এমনই ভালবাসা পেলেন প্রধানমন্ত্রী মোদী।

নয়া দিল্লি: আরও একবার সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছিলেন নমো। সেখানে তাঁকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে। শুধু রাষ্ট্রনেতাদের কাছ থেকেই নয়, সাধারণ মানুষের কাছ থেকেও অঢেল ভালবাসা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনও রোডশো করেন, তা সে দেশের যে কোনও প্রান্তেই হোক, হাজার হাজার মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন, তাঁকে দেখার অপেক্ষায়। কিন্তু বিদেশের মাটিতে? সেখানেও এমনই ভালবাসা পেলেন প্রধানমন্ত্রী মোদী। মরিশাস সফরেও প্রধানমন্ত্রী মোদীকে একইভাবে স্বাগত জানানো হল। কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা জুড়ে মরিশাসের বাসিন্দারা ভারতের প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে রইলেন। তাঁকে দেখে হাত নাড়লেন, ছবি তুলে রাখলেন। গঙ্গা তালাও যাওয়ার পথে মরিশাসবাসীর এই ভালবাসা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী।
প্রসঙ্গত, মরিশাসে ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত। সেখানে সিভিল সার্ভিস কলেজ ও এরিয়া হেল্থ সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রেই ভারতের বড় ভূমিকা রয়েছে।





