AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh flood: বাড়িঘর ডুবেছে বন্যায়, চোখে জল নিয়েই পুজো বাংলাদেশের বানভাসিদের

Bangladesh flood: চারদিক তলিয়ে আছে বন্যার জলে। এর মাঝে জলে দাঁড়িয়েই মা দুর্গার পুজোর আয়োজন করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলাসহ বেশকিছু পুজোমণ্ডপ করতে হয়েছে পুরো জলের উপর।

Bangladesh flood: বাড়িঘর ডুবেছে বন্যায়, চোখে জল নিয়েই পুজো বাংলাদেশের বানভাসিদের
শত কষ্টের মধ্যেও চলছে দুর্গার আরাধনা
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 2:30 AM
Share

ঢাকা: অভাবনীয় কষ্টের মধ্যে এবার দুর্গাপূজা উদযাপন করছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। বন্যার জলে ডুবে আছে বাড়ি, মাঠ-ঘাট, স্কুল-কলেজ, কবরস্থান, শ্মশানঘাট। এর মধ্যে এল পুজো। বাংলাদেশে সর্বজনীন এই উৎসবে সবার সহযোগিতায় হয়েছে বেশ কিছু পুজোমণ্ডপ। সেখানে উৎসবে শরিক হচ্ছেন সাধারণ মানুষ।

চারদিক তলিয়ে আছে বন্যার জলে। এর মাঝে জলে দাঁড়িয়েই মা দুর্গার আরাধনা করছেন ভক্তরা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলাসহ বেশকিছু পুজোমণ্ডপ করতে হয়েছে পুরো জলের উপর। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ডোমকোনা গ্রামের বর্মণবাড়ি সর্বজনীন দুর্গামন্দিরের মতো এমন দুর্দশার চিত্র এই কয়েকটি জেলার বিভিন্ন মণ্ডপে। অনেক জায়গায় তো যাওয়াই ছিল দুষ্কর।

জল পেরিয়ে চলছে যাতায়াত

বন্যার জলে ম্লান হয়েছে ময়মনসিংহ-সহ ওইসব অঞ্চলের দুর্গাপূজার আনন্দ। হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার অনেক জায়গায় বন্যার কারণে, এবার সরিয়ে নিতে হয়েছে পূজা মণ্ডপ। ভাটা পড়েছে উৎসব আনন্দে। তবে দুর্গামায়ের আরাধনায় ছেদ পড়তে দিতে চাননি সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তারা।

জল পেরিয়েই যেতে হচ্ছে মণ্ডপের কাছে

ময়মনসিংহে বন্যা পরিস্থিতি খুব একটা ভাল নয়। জল নামছে ধীরগতিতে। এতে দুর্ভোগ বাড়ছে বানভাসিদের। তার মধ্যে চলছে পুজো। জল পেরিয়েই আসতে হচ্ছে মণ্ডপে।