ওয়াশিংটন: শুক্রবার রাতে ফাইজ়ারের (Pfizer) করোনা প্রতিষেধককে আপদকালীন অনুমোদন দিয়েছে আমেরিকা (USA)। মাত্র ৩ দিনের মধ্যে সোমবার থেকেই সে দেশে শুরু হয়ে যাচ্ছে টিকাকরণ। মার্কিন জেনারেল গুস পার্না জানিয়েছেন, সোমবার সকাল থেকেই আমেরিকাবাসী করোনা প্রতিষেধক পাবেন। তিনি বলেছেন, “সোমবার দেশের মোট ১৪৫ টি জায়গায় টিকাকরণ হবে। মঙ্গলবার সেই তালিকায় সংযুক্ত হবে আরও ৪২৫ টি স্থান। বুধবার আরও ৬৬ টি স্থানে চলবে টিকাকরণ।”
প্রথম ধাপে আমেরিকার ৩০ লক্ষ মানুষ করোনা প্রতিষেধক পাবেন। সে দেশের মোট ৬৩৬ টি জায়গায় প্রথম পর্বের টিকাকরণ হবে। প্রথমে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। তারপর গুরুতর অসুস্থ বয়স্করা প্রতিষেধক পাবেন।
প্রথম দেশ হিসাবে ব্রিটেন ছাড়পত্র দিয়েছিল ফাইজ়ারের করোনা প্রতিষেধককে। তারপর একে একে বাহরাইন, কানাডা, সৌদি আরব ছাড়পত্র দিয়েছে। বিশ্বের ষষ্ঠ দেশ হিসাবে ফাইজ়ারকে অনুমোদন দিয়েছে আমেরিকাও। ফাইজ়ারের গবেষকদের দাবি করোনা প্রতিরোধ করতে তাঁদের প্রতিষেধক ৯৫ শতাংশ কার্যকরী। তবে মার্কিন এফডিএ জানিয়েছে, গুরুতর অ্যালার্জি থাকলে এখন যেন কোনও ব্যক্তি করোনা প্রতিষেধক না নেন।
আরও পড়ুন: রিপাবলিক টিভির সিইও গ্রেফতার
ভারতেও অনুমোদনের আবেদন করেছে ফাইজ়ার। তবে এখনও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI) করোনা প্রতিষেধককে অনুমোদন দেননি। দেশে অনুমোদন চেয়ে আবেদন করেছে কোভিশিল্ড ও কোভ্যাকসিনও।