বিমানের বাথরুমে হৃদরোগে আক্রান্ত পাইলট, ২৭১ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ বিমানের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 17, 2023 | 7:38 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে এক জন নার্স ও ২ জন চিকিৎসক যাত্রী হিসাবে ছিলেন। পাইলট অসুস্থ হওয়ার পর তাঁরা প্রাথমিক চিকিৎসা করেন।

বিমানের বাথরুমে হৃদরোগে আক্রান্ত পাইলট, ২৭১ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ বিমানের
প্রতীকী ছবি

Follow Us

পানামা: ২৭১ জন যাত্রীকে নিয়ে আমেরিকার মিয়ামি থেকে চিলি যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান। বিমান যখন মাঝ আকাশে, তখন বাথরুমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বিমানচালক। এর জেরে তড়িঘড়ি জরুরি অবতরণ করা হয় ওই বিমানের। সহকারী বিমানচালক পানামাতে বিমানের অবতরণ করান। লাটামা এয়ারলাইন্সের বিমানে ঘটেছে এই ঘটনা। মৃত পাইলটের নাম ইভান আনদৌর। তাঁর বয়স ৫৬ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে এক জন নার্স ও ২ জন চিকিৎসক যাত্রী হিসাবে ছিলেন। পাইলট অসুস্থ হওয়ার পর তাঁরা প্রাথমিক চিকিৎসা করেন। পানামা সিটির টোকুমেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান অবতরণের পর পুরোপুরি চিকিৎসা শুরু হয়েছিল। কিন্তু তাতেও বাঁচানো যায়নি ওই পাইলটকে।

পানামা সিটিতে বিমান অবতরণের পর সেখানকার একটি হোটেলে বিমানযাত্রীদের থাকার ব্যবস্থা করেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওই এয়ারলাইন্স।

Next Article