Modi-Putin: ভোট-ব্যস্ততার মধ্যেই পুতিনকে ফোন মোদীর, কী কথা হল দুই রাষ্ট্রনেতার?

Mar 20, 2024 | 4:53 PM

Modi-Putin: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বুধবার (২০ মার্চ), ক্রেমলিনে ফোন করে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনঃনির্বাচিত হওয়ার জন্য পুতিনকে অভিনন্দন জানানোর পাশাপাশি, দুই দেশের মধ্যে কৌশলগত বন্ধুত্বকে আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রনেতা।

Modi-Putin: ভোট-ব্যস্ততার মধ্যেই পুতিনকে ফোন মোদীর, কী কথা হল দুই রাষ্ট্রনেতার?
পুতিনকে অভিনন্দন মোদীর
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: নিজে এই মুহূর্তে প্রবল ব্যস্ত আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে। রাজ্য়ে রাজ্যে জনসভা করছেন প্রধানমন্ত্রী মোদী। এই চরম ব্যস্ততার মধ্য়েও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ফের নির্বাচিত হওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বুধবার (২০ মার্চ), ক্রেমলিনে ফোন করে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনঃনির্বাচিত হওয়ার জন্য পুতিনকে অভিনন্দন জানানোর পাশাপাশি, দুই দেশের মধ্যে কৌশলগত বন্ধুত্বকে আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রনেতা। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া, ভারতের সবথেকে পুরোনো মিত্রশক্তি। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে জড়িয়ে রয়েছে নয়া দিল্লি। এর আগে রাশিয়া থেকে ভারতে জ্বালানী কিনলেও, ২০২২-এর ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন রাশিয়া নয়া দিল্লির অন্যতম বৃহৎ তেল রফতানিকারকে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত-রাশিয়ার মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। পরস্পর পরস্পরকে অগ্রাধিকার দেয়। আগামী বছরগুলিতে এই অংশীদারিত্বকে আরও জোরদার করতে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রনেতা। দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলিতে কতটা অগ্রগতি ঘটেছে, তারও পর্যালোচনা করেন মোদী ও পুতিন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময়ও করেন তাঁরা। সবথেকে বড় কথা, এদিন আরও একবার যুদ্ধের পথ থেকে সরে এসে, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের সঙ্গে বিরোধের সমাধানের জন্য রুশ প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন মোদী। প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় পুতিনকে অভিনন্দন জানিয়ে রুশ জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী মোদী। অতীতে বারংবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে এই অবস্থান স্পষ্ট করেছে ভারত।

টেলিফোনে পুতিনের সঙ্গে আলোচনার পর, সোশ্যাল মিডিয়ায় মোদী বলেছেন, “রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেছি। রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি হিসাবে ফের নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। আমরা আগামী বছরগুলিতে ভারত-রাশিয়ার বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং সম্প্রসারিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছি।”

গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে বিজয়ী হন ভ্লাদিমির পুতিন। এর আগে রাশিয়ায় কেউ এত দীর্ঘ সময় প্রেসিডেন্ট পদে থাকেননি। পঞ্চম মেয়াদে জয় এসেছে প্রায় কোনও বিরোধিতা ছাড়াই। রুশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পুতিন একাই ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। জয়ের পর পুতিন দাবি করেছেন, রুশ জনগণের আস্থা এবং আশা যে তাঁর প্রতি রয়েছে, এই বিপুল জই তার প্রমাণ। যদিও, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বহু রাজনীতিবিদ, রাশিয়ার ভোটকে ‘ছলনা’ বলে উড়িয়ে দিয়েছেন। রাশিয়ায় গণতন্ত্র নয়, পুতিনের একনায়কতন্ত্র চলছে বলে দাবি করেছেন তাঁরা।

Next Article