Modi in France: ঢাক-ঢোল পিটিয়ে ফ্রান্সে মোদীকে স্বাগত জানালেন সেদেশে নিবাসী ভারতীয়রা
Modi in France: উল্লেখ্য, বিমানবন্দর থেকে নামার পরেই প্রধানমন্ত্রীকে সচোক্ষে দেখতে ভিড় জমান প্যারিসে নিবাসী ভারতীয়রা। মোদীকে স্বাগত জানাতে বাজানো হয় ঢাক-ঢোলও।

প্যারিস: নিজের শাসনকালে চতুর্থবার ফ্রান্সের বুকে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে সেদেশের উদ্দেশে রওনা দেন তিনি। আপাতত ওই দূর দেশে ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যেন উৎসবের আমেজ। বিমানবন্দর থেকে সম্বর্ধনার সঙ্গে স্বাগত জানানো হয় তাঁকে। মোদীকে দেখতে ছুটে যান প্যারিসে নিবাসী ভারতীয়রাও।
একাধিক কর্মসূচি নিয়েই সেদেশে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী। পৌঁছানোর দিনই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে নৈশভোজে সারেন তিনি। এদিন যাবেন প্যারিসে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি সম্মেলনে। সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও। উপস্থিত থাকবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।
উল্লেখ্য, বিমানবন্দর থেকে নামার পরেই প্রধানমন্ত্রীকে সচোক্ষে দেখতে ভিড় জমান প্যারিসে নিবাসী ভারতীয়রা। মোদীকে স্বাগত জানাতে বাজানো হয় ঢাক-ঢোলও। তাদের মধ্যেই আবার বেশ কয়েকজন ‘মোদীজী কা গ্যারান্টি’ বলে গানও ধরেন। পাশাপাশি, আরও এক শিখ গোষ্ঠীকে মোদীকে ধন্যবাদ জানিয়ে বলে, ‘আপনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি সব ধর্মের কথা বলেন।’
প্রসঙ্গত, ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ছাড়াও কয়েকটি উচ্চস্তরের বৈঠকেও বসবেন মোদী। এছাড়াও, দুই দেশের সম্পর্ক, বাণিজ্য ও কৌশল নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গেও একান্ত আলোচনায় বসবেন তিনি। মঙ্গলবার প্যারিসের সম্মেলনের পরে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যাবেন মার্সেইতে মাজারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শনে। সেখানে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময় শহিদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।





