Green Diamond: মার্কিন ফার্স্ট লেডিকে সবুজ হিরে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, এটির দাম ও বিশেষত্ব জানেন?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 23, 2023 | 1:46 AM

Green Diamond: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭.৫ ক্যারেটের সবুজ হিরে জিল বাইডেনকে উপহার দিয়েছেন। নাম সবুজ হিরে হলেও এটির বর্ণ একেবারেই সবুজ নয়। বরং সাধারণ হীরের মতো উজ্জ্বল সাদা।

Green Diamond: মার্কিন ফার্স্ট লেডিকে সবুজ হিরে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, এটির দাম ও বিশেষত্ব জানেন?
সবুজ পাথর।

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) এবারের মার্কিন সফর বিভিন্ন দিক থেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে যে উপহার প্রধানমন্ত্রী মোদী দিয়েছেন, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। আর এই চর্চার শিরোনামে মার্কিন ফার্স্ট লেডিকে দেওয়া উপহার, সবুজ হিরে (Green Diamond)। প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিন ফার্স্ট লেডির জন্য যে সমস্ত উপহার নিয়ে গিয়েছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, সবুজ হিরে। যা পেয়ে আপ্লুত জিল বাইডেনও। নাম থেকেই এই উপহার সম্পর্কে কৌতূহল জেগেছে সকলের মনে। তবে কেবল নাম নয়, বৈশিষ্ট্যেও বিশেষত্ব রয়েছে এই হিরের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭.৫ ক্যারেটের সবুজ হিরে জিল বাইডেনকে উপহার দিয়েছেন। নাম সবুজ হিরে হলেও এটির বর্ণ একেবারেই সবুজ নয়। বরং সাধারণ হীরের মতো উজ্জ্বল সাদা। আবার এটি খনি থেকে নির্গত প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, বিশেষভাবে ল্যাবরেটরিতে উৎপন্ন। বিশেষভাবে উৎপন্ন ও পরিবেশ-বান্ধব হওয়ার জন্যই এটির নাম দেওয়া হয়েছে সবুজ হিরে। এটি কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে উৎপন্ন করা হলেও আকার, ঔজ্জ্বলতা সহ কোনও দিক থেকেই এটি প্রাকৃতিক হিরের থেকে কোনও অংশে কম নয়। ফলে এটির দামও আকাশছোঁয়া।

সবুজ হিরের দাম কত?

সাধারণত, GI সার্টিফিকেট প্রাপ্ত ৭ ক্যারেট হিরের সর্বনিম্ন দাম প্রায় ৮০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী মোদী যে হিরেটি জিল বাইডেনকে দিয়েছেন, সেটির ওজন ৭ ক্যারেটের বেশি। ফলে এটির সর্বোচ্চ দাম ১২ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯ কোটি ৮৩ লক্ষ ৬১ হাজার টাকা হতে পারে।

কীভাবে পরিবেশ বান্ধব?

ল্যাবরেটরিতে তৈরি এই সবুজ হিরে সৌর ও বায়ু বিদ্যুতের মাধ্যমে কাটা হয়েছে এবং এটির প্রতি ক্যারেটে কার্বন নির্গত হয় মাত্র ০.০২৮ গ্রাম। IGI-থেকে এই সার্টিফিকেটপ্রাপ্ত এই সবুজ হিরে।

মূর্ত প্রতীক

বিলাসিতার মূর্ত প্রতীক সবুজ হিরে। এছাড়া ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতিশ্রুতির একটি প্রতীক হিসাবে উদ্ভাসিত হয়েছে এটি।

কেবল সবুজ হিরে নয়, এটি যে বাক্সে করে দেওয়া হয়েছে, সেটিরও বিশেষত্ব রয়েছে। সুন্দর কারুকার্য করা চন্দনকাঠের ওই বাক্সটি কাশ্মীরের হস্তশিল্পীদের দ্বারা নির্মিত। যার নাম, কার-ই-কলমদানি। এই বাক্সটির মাধ্যমে কাশ্মীরের হস্তশিল্পীদের কারুকার্য তুলে ধরা হয়েছে।

Next Article