AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Saudi Arabia: ‘ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু…’, সৌদি আরবে পৌঁছে প্রশংসায় পঞ্চমুখ মোদী

PM Modi in Saudi Arabia: সৌদি আরবে পৌঁছেই সেখানকার সংবাদমাধ্যমকে মোদী বলেন, 'এই দেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু। অনিশ্চয়তাপূর্ণ এই পৃথিবীর বুকে এই দুই দেশের সম্পর্ক একটা স্তম্ভে মতো দাঁড়িয়ে রয়েছে।'

PM Modi in Saudi Arabia: 'ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু...', সৌদি আরবে পৌঁছে প্রশংসায় পঞ্চমুখ মোদী
সৌদি আরবে প্রধানমন্ত্রীImage Credit: PTI
| Updated on: Apr 22, 2025 | 10:50 AM
Share

রিয়াদ: দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অর্থাৎ মঙ্গলবার আরব দেশে পৌঁছেছেন তিনি। সেই দেশে পৌঁছেই ভারত ও সৌদি আরবের উত্তরোত্তর মজবুত হওয়া সম্পর্ক নিয়ে প্রশংসা করতে দেখা যায় তাঁকে।

সেখানকার সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু। অনিশ্চয়তাপূর্ণ এই পৃথিবীর বুকে এই দুই দেশের সম্পর্ক একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে।’ এরপরই সৌদি আরবের যুবরাজ তথা সেদেশের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সলমনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘উনি একজন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ও আমাদের এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম সমর্থক। আমি যখন তাঁর সঙ্গে প্রথমবার দেখা করি, তাঁর অন্তর্দৃষ্টি, দূরদর্শীতা, আমার মনে একটা গভীর দাগ কেটে যায়।’

পাশাপাশি, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। যখন গোটা বিশ্ব বাণিজ্যিক দ্বন্দ্বের আবহ তৈরি হয়েছে, সেই সময়েও ভারত-সৌদি আরব নিজেদের বাণিজ্যিক পরিসরকে আরও বৃদ্ধি করে চলেছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, দুই দেশের মধ্যে ব্যবসা বাড়াতে সেতু হয়েছে তাপবিদ্যুৎ, কৃষিক্ষেত্র ও ফার্টিলাইজ়ারের মতো ক্ষেত্রগুলি।

উল্লেখ্য, আগামিকাল পর্যন্ত আরব দেশেই থাকবেন প্রধানমন্ত্রী। এই ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সেদেশের যুবরাজের সঙ্গে। বলা বাহুল্য, মুহাম্মদ বিন সলমনের আমন্ত্রণেই এদিন সৌদিতে যান মোদী। এই নিয়ে তৃতীয়বার সেদেশে পা রাখলেন তিনি। শেষবার গিয়েছিলেন ২০১৯ সালে। তার আগে গিয়েছিলেন ২০১৬ সালে।