TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী
Oct 30, 2021 | 3:22 PM
রোম সফরে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথমবার পোপের মুখোমুখি হলেন তিনি। ঘণ্টা খানেক মিনিটের বৈঠক হয় তাঁদের মধ্যে। জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন মোদী। পোপকে ভারতে আমন্ত্রন জানিয়েছেন মোদী। আজ রোম সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর।
সূত্রের খবর, পোপ এবং মোদীর বৈঠক হওয়ার কথা ছিল ২০ মিনিট ধরে । যদিও সেই বৈঠক এক ঘণ্টা চলেছে। একাধিক বিষয়ে নিয়ে পোপ এবং মোদীর আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য দূরবীকরণের মতো বিষয়ও।
নরেন্দ্র মোদী টুইটে জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে খুব ভালোভাবে বৈঠক হয়েছে। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাওয়া গিয়েছে। তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
জি২০ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী। সেখানে বিশ্বের অর্থনীতি এবং বিশ্বের স্বাস্থ্য ব্য়বস্থা নিয়ে আলোচনা হবে। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসবেন মোদী। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা আছে তাঁর।
এর আগে ১৯৯৯ তে পোপ দ্বিতীয় জন পলের সঙ্গে বৈঠক করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই সময় ভারতেও এসেছিলেন পোপ দ্বিতীয় জন পল। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ সঙ্গে পোপের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।