ওয়ারশ: ৪৫ বছর পর কোনও প্রধানমন্ত্রী পোল্যান্ডে পা রাখলেন। বুধবার নরেন্দ্র মোদী পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর এদিন অনাবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদী। তাঁদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হন। এক্স হ্যান্ডলে সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
মোদীর আগে শেষবার ভারতের কোনও প্রধানমন্ত্রী পোল্যান্ড গিয়েছিলেন ১৯৭৯ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ইউরোপের এই দেশে গিয়েছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ে, ২০২২ সালে ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে উদ্ধার করে আনতে যে ‘অপারেশন গঙ্গা’-র উদ্যোগ নিয়েছিল ভারত সরকার, তাতে বিশেষ সহায়তা করেছিল পোল্যান্ড। ভারতীয় পড়ুয়ারা ইউক্রেন থেকে পোল্যান্ডের পথ ধরেই দেশে ফিরেছিলেন।
এদিন অনাবাসী ভারতীয়রা মোদী মোদী স্লোগান তুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। একজন তাঁর ছবি এনেছিলেন। তাতে সই করেন প্রধানমন্ত্রী। শিশুদের সঙ্গে খোশমেজাজে দেখা যায় তাঁকে। নাচ-গানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিতে তুলে ধরেন প্রবাসী ভারতীয়রা। পরে এক্স হ্যান্ডলে একাধিক ছবি শেয়ার করে মোদী লেখেন, এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি অভিভূত।
Deeply touched by the warm welcome from the Indian community in Poland! Their energy embodies the strong ties that bind our nations. pic.twitter.com/mPUlhlsV99
— Narendra Modi (@narendramodi) August 21, 2024
২ দিনের পোল্যান্ড সফর শেষে ইউক্রেন যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ অগস্ট ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)