হিরোশিমা: আগে ফোনে কথা হয়েছে কয়েকবার, এ বার মুখোমুখি সাক্ষাৎ হল। শনিবার জাপানের হিরোশিমায় জি-৭ বৈঠকের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy)-র সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War) শুরু হওয়ার ১৫ মাস পর এই প্রথম ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হল প্রধানমন্ত্রী মোদীর। জানা গিয়েছে, জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানান, রাশিয়া-ইউক্রেনের বিরোধ মেটাতে ভারতের পক্ষে যথাসম্ভব সহযোগিতা করা হবে।
জি-৭ সামিটে যোগ দিতে শুক্রবারই জাপানের হিরোশিমায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জি-৭ বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গেও সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করছেন। শনিবারই প্রথম মুখোমুখি হন মোদী ও জেলেনস্কি। বৈঠকে ইউক্রেনের যুদ্ধ গোটা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং বিশ্বে এই যুদ্ধের একাধিক প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী।
ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই যুদ্ধ মেটানোর জন্য ভারত ও আমি ব্যক্তিগতভাবে যতটা সম্ভব চেষ্টা করব। যুদ্ধকে আমি রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা বলে দেখি না, বরং এটি মানবতা ও মানবিক মূল্যবোধের সমস্যা বলে দেখি।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “বিগত দেড় বছরে আমরা ফোনে একাধিকবার কথা বলেছি কিন্তু… দীর্ঘ সময় পরে এই প্রথম আমাদের সাক্ষাতের সুযোগ তৈরি হল। ইউক্রেনের যুদ্ধ গোটা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। বিশ্বে এই যুদ্ধের একাধিক প্রভাব পড়েছে।”
জেলেনস্কিকে তিনি বলেন, “বাকিদের তুলনায় আপনি সবথেকে ভাল জানেন যে যুদ্ধের কষ্ট কী কিন্তু গত বছর যখন আমাদের পড়ুয়ারা ইউক্রেন থেকে ফিরে আসে, তখন তারা পরিস্থিতির যে বর্ণনা দিয়েছিল, তাতে আমি আপনার ও ইউক্রেনের নাগরিকদের কষ্ট বুঝতে পেরেছি।”
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধ থামানোর জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন ফোনে।