PM Modi: গান স্যালুট, গার্ড অব অনারে নামিবিয়ায় মোদীকে স্বাগত, প্রবাসী ভারতীয়দের কাছ থেকেও পেলেন উপহার

PM Modi: পাঁচ দেশের সফরে গত ২ জুলাই ঘানায় পৌঁছন তিনি। তারপর ত্রিনিদাদ ও তোবাগো, আর্জেন্টিনা ও ব্রাজিলে যান। ব্রাজিলের ব্রাসিলিয়া থেকে এদিন নামিবিয়ায় পা রাখেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নামিবিয়া সফরে এসেছেন তিনি।

PM Modi: গান স্যালুট, গার্ড অব অনারে নামিবিয়ায় মোদীকে স্বাগত, প্রবাসী ভারতীয়দের কাছ থেকেও পেলেন উপহার
নামিবিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

Jul 09, 2025 | 7:17 PM

উইন্ডহোক: ব্রাজিল সফর সেরে নামিবিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে। ২১টি গ্যান স্যালুট ও গার্ড অব অর্নারের মাধ্যমে মোদীকে সেদেশে স্বাগত জানানো হয়। উষ্ণ অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী। এদিনই নামিবিয়ার সংসদে তিনি বক্তব্য রাখবেন।

পাঁচ দেশের সফরে গত ২ জুলাই ঘানায় পৌঁছন তিনি। তারপর ত্রিনিদাদ ও তোবাগো, আর্জেন্টিনা ও ব্রাজিলে যান। ব্রাজিলের ব্রাসিলিয়া থেকে এদিন নামিবিয়ায় পা রাখেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নামিবিয়া সফরে এসেছেন তিনি। মোদীর আগে দু’জন ভারতীয় প্রধানমন্ত্রী নামিবিয়া সফরে গিয়েছিলেন।

নামিবিয়ায় পা রেখেই এক্স হ্য়ান্ডলে একটি পোস্টে মোদী লেখেন, “নামিবিয়া ভারতের মূল্যবান ও বিশ্বস্ত অংশীদার। আমরা তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে চাই।” নামিবিয়ার প্রেসিডেন্ট নেচুম্বো নন্দি-দাইতওয়াহের সঙ্গে বৈঠকের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে উইন্ডহোকে পা দিয়েই জানান। নামিবিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণেই উইন্ডহোক সফরে এসেছেন মোদী। পরে নামিবিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ডিজিটাল টেকনোলজি, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আলোচনায় গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উপহার তুলে দিলেন প্রবাসী ভারতীয়রা

এদিন প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রাও। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে হাত মেলায়। প্রবাসী ভারতীয়রা মোদীকে তাঁরই একটি চিত্র উপহার দেন। পরে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, প্রবাসী ভারতীয়রা যেভাবে তাঁদের সংস্কৃতি ও পরম্পরাকে আঁকড়ে রেখেছেন, তাতে তিনি অত্যন্ত গর্বিত। জানা গিয়েছে, নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত করা হবে মোদীকে। এর আগে ব্রাজিল এবং ত্রিনিদাদ ও তোবাগো প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে।