PM Narendra Modi: ৫৬ বছর পর গায়ানায় ভারতের কোনও প্রধানমন্ত্রী, সম্মানে মুগ্ধ নমো

Nov 21, 2024 | 6:38 PM

PM Narendra Modi: এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর শেয়ার করা ৪ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, গায়ানায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। উষ্ণ অভ্যর্থনা পেয়ে মুগ্ধ নমো গায়ানার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। ৫৬ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রীর গায়ানা সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বর্ণনা করেন মোদী।

PM Narendra Modi: ৫৬ বছর পর গায়ানায় ভারতের কোনও প্রধানমন্ত্রী, সম্মানে মুগ্ধ নমো
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানিত করছেন গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি

Follow Us

জর্জটাউন: গায়ানা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৬ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশে পা রাখলেন। ব্রাজিলে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর রিও দে জেনেইরো থেকে গায়ানা পৌঁছন মোদী। বুধবার বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি। ছিলেন গায়ানার প্রায় এক ডজন মন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীকে গায়ানার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করা হয়। গায়ানা সফরের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোদী।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর শেয়ার করা ৪ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, গায়ানায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। উষ্ণ অভ্যর্থনা পেয়ে মুগ্ধ নমো গায়ানার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। ৫৬ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রীর গায়ানা সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বর্ণনা করেন মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। গায়ানায় ভারতীয় গান-নৃত্যে মুগ্ধ হন মোদী।


গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি মোদীকে ‘অর্ডার অব এক্সিলেন্স’ সম্মানে সম্মানিত করেন। সেই সম্মান পেয়ে অভিভূত প্রধানমন্ত্রী বলেন, “এই সম্মান শুধু আমার নয়। এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর।” অন্যদিকে, মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করেন গায়ানার প্রেসিডেন্ট।

 

Next Article