Pope Election: অংশ নেবেন ৪ ভারতীয়, কী ভাবে বাছাই হবে নতুন পোপ?
Pope Election: কোনও পোপের মৃত্যু হলে বা কোনও কারণে সেই পোপ পদত্যাগ করলে, নির্বাচনের মাধ্যমে পরবর্তী পোপ নির্ধারণ করা হয়। সেই নির্বাচন হয় ক্যাথলিক চার্চের নিয়ম (ক্যানন আইন) ও ঐতিহ্য অনুসারে।

৮৮ বছর বয়সে নিজের বাসভবনে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। তাঁর প্রয়াণের পরে স্বাভাবিকভাবেই ভ্যাটিকানের দায়িত্ব নেবেন নতুন পোপ। কিন্তু কে হবেন পরবর্তী পোপ? কী ভাবে হয় পোপ বাছাইয়ের প্রক্রিয়া জানেন? কোনও পোপের মৃত্যু হলে বা কোনও কারণে সেই পোপ পদত্যাগ করলে, নির্বাচনের মাধ্যমে পরবর্তী পোপ নির্ধারণ করা হয়। সেই নির্বাচন হয় ক্যাথলিক চার্চের নিয়ম (ক্যানন আইন) ও ঐতিহ্য অনুসারে। এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নির্দিষ্ট নিয়মাবলি মূলত ১৯৮৩ সালের ক্যানন আইন এবং ১৯৯৬ সালে পোপ জন পল দ্বিতীয় কর্তৃক জারি করা Apostolic Constitution Universi Dominici Gregis-এ উল্লেখ করা রয়েছে। কী ভাবে সম্পন্ন হয় সেই প্রক্রিয়া, রইল বিস্তারিত। ভ্যাটিকান পোপের মৃত্যু...
