
করাচি: পাকিস্তানের হিন্দু মন্দিরের পুরোহিতের বাড়িতে আক্রমণের অভিযোগ। বুধবার পাকিস্তানের অন্যতম বড় শহর করাচির কোরাঙ্গি এলাকার এক পুরোহিতের বাড়িতে উত্তেজিত জনতা আক্রমণ চালায় বলে জানা যাচ্ছে। উত্তেজিত জনতা ওই পুরোহিতের বাড়িতে আক্রমণ করে ভাঙচুর চালায়, এমনটাই স্থানীয় সূত্রে খবর। কোরাঙ্গি এলাকার একটি মন্দিরে সংস্কারের কাজ হওয়ার জন্য সেই মন্দিরের দেবীমূর্তি নিজের বাড়িতে এনে রেখেছিলেন ওই পুরোহিত। জানা গিয়েছে, এই ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনও অবধি কাউকে গ্রেফতার করেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কী কারণে ওই আক্রমণ করা হয়েছে, তা এখনও বুঝে উঠতে পারছে না পুরোহিতের পরিবার।
স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় থানার পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউনে এই মন্দিরের পুরোহিতের বাড়িতে আক্রমণের খবর প্রকাশিত হয়েছে। ওই সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যেখানে ওই ঘটনাটি ঘটেছে, সেখানে ইতিমধ্যেই বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সঞ্জীব নামে ওই এলাকায় বসবাসকারী এক বাসিন্দা ওই সংবাদপত্রকে জানিয়েছেন, পুরোহিতের বাড়িতে হঠাৎ করেই হানা দেয় দুষ্কৃতীরা এবং ভাঙচুর চালায়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করেছে। কোরাঙ্গি এসএইচও ফারুখ সানজারানি জানিয়েছেন, কয়েকজন এসে ওই পুরোহিতের বাড়িতে আক্রমণ চালিয়েছে এবং এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।