PM Modi: ব্যাংককে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাই প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন বিশেষ উপহার

PM Modi: থাইল্যান্ড থেকেই মোদী বলেন, ভারত ও থাইল্যান্ডের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্ক রয়েছে। রামায়ণই এর প্রমাণ। যে সমস্ত শিল্পীরা তাঁর সামনে রামায়ন মঞ্চস্থ করেন তাঁদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। দীর্ঘ সময় কথা হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা সঙ্গেও।

PM Modi: ব্যাংককে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাই প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন বিশেষ উপহার
থাইল্য়ান্ডে মোদী Image Credit source: Twitter (X)

| Edited By: জয়দীপ দাস

Apr 03, 2025 | 10:53 PM

কলকাতা: থাইল্যান্ডে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছেন ভূমিকম্প বিধ্বস্ত সে দেশের রাজধানী ব্যাংককে। ষষ্ঠ BIMSTEC শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে আগমণ তাঁর। এদিন বিমানবন্দরে পা রাখতেই মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় থাইল্যান্ডের তরফে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এয়ারপোর্টে এসেছিলেন সে দেশের প্রভাসী ভারতীয়রা। গোটা পর্ব ছিল একেবারে দেখার মতো। পরবর্তীতে ব্যাংককে থাই রামায়ণ দেখেন মোদী। দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথাও বারবার শোনা যায় মোদীর মুখে। 

থাইল্যান্ড থেকেই মোদী বলেন, ভারত ও থাইল্যান্ডের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্ক রয়েছে। রামায়ণই এর প্রমাণ। যে সমস্ত শিল্পীরা তাঁর সামনে রামায়ন মঞ্চস্থ করেন তাঁদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। দীর্ঘ সময় কথা হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী  পায়োংটার্ন সিনাওয়াত্রা সঙ্গেও। তিনি আবার মোদীর হাতে সে দেশের ঐতিহ্যবাহী বিশেষ উপহারও তুলে দেন। রইল বৌদ্ধ ধর্মের ছোঁয়া। ‘দ্য ওয়ার্ল্ড ত্রিপিটক’ নামে ওই ওই ধর্মগ্রন্থের খুবই সমাদর রয়েছে সে দেশে। সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের নিদর্শন হিসেবেই মূলত মোদীর হাতে এই বিশেষ উপহার তুলে দেন সে দেশের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, পালি বা সংস্কৃত ভাষায় লেখা ত্রিপিটক মূলত বুদ্ধের শিক্ষার একটি সংগ্রহ, যার মধ্যে ১০৮টি খণ্ড রয়েছে। এটিকে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। 

সূত্রের খবর, এই সফরকালে ফের সে দেশের প্রধানমন্ত্রী মোদী থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদীর। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও হওয়ার কথা রয়েছে। ভারতের পাশাপাশি থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের নেতারাও এই সামিটে অংশগ্রহণ করছেন।