Court News: বিচারপতির সামনেই উকিলের ল্যাপটপে ফুটে উঠল নগ্ন মহিলার ভিডিও! এরপর আদালতে যা ঘটল তা মারাত্মক
Court News: শুনানি চলাকালীন সরকারি আইনজীবি মারলিন ওরজুয়েলা প্রথমে একটি ভিডিয়ো চালান, যেখানে দেখা যায় কোনও এক বামন ব্যক্তি মদের ক্যান হাতে নিয়ে গানের তালে তালে নাচছেন।

ভরা কোর্ট রুম। চলছে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবের শুনানি। হঠাৎ ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। ভরা কোর্ট রুমে উলঙ্গ মহিলার ভিডিয়ো চালিয়ে বসলেন সরকারই আইনজীবি।
শুনানি চলাকালীন সরকারি আইনজীবি মারলিন ওরজুয়েলা প্রথমে একটি ভিডিয়ো চালান, যেখানে দেখা যায় কোনও এক বামন ব্যক্তি মদের ক্যান হাতে নিয়ে গানের তালে তালে নাচছেন। এর কিছুক্ষণ পরেই, আরও একটি ভিডিয়ো চালান তিনি। সেখানে দেখা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি এক নগ্ন মহিলার ভিডিয়ো।
নিজের ভুল বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে ওরজুয়েলা ভিডিয়োটি বন্ধ করে দেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা চান। তিনি জানান প্রাক্ত্রন প্রেসিডেন্ট উরিবের মামলার সঙ্গে সম্পর্কিত কল রেকর্ডিং চালাতে গিয়ে ভুলবশত ভিন্ন ক্লিপ চালিয়ে ফেলেছিলেন তিনি।
আইনজীবি ওরজুয়েলা বলেন, “ধর্মাবতার আমি ক্ষমা চাইছি। ডিয়েগো ক্যাডেনা আমাদের যা পাঠিয়েছিলেন আমরা সেই সব প্রমাণ দেখাতে চেয়েছিলাম। কিন্তু আমরা ভাবিনি যে এমন কিছু ঘটবে।”
ওরজুয়েলার সহকর্মী মিরিয়া লোপেজ বলেন, “আমাদের কাছে ৫৭ টি অডিয়ো এবং ভিডিয়ো ফাইল রয়েছে। তাই এই ভুল।” এই ঘটনার পরে নিজেই চরম অস্বস্তির মধ্যে পড়েন আইনজীবি ওরজুয়েলা। ওই ভিডিয়ো চালু হতেই ভরা কোর্ট ওঠে হাসির রোল। যদিও এই পুরো ঘটনার সময়ে হাসি ফোটেনি প্রাক্তন প্রেসিডেন্টের মুখে।
প্রসঙ্গত, আলভারো উরিবে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বামপন্থী বিপ্লবী সশস্ত্র বাহিনী কলম্বিয়ার (FARC) যোদ্ধাদের প্রতি কঠোর আচরণের জন্য পরিচিত। সেই উরিবে এখনও কলম্বিয়ার ডানপন্থীদের একজন বিশিষ্ট কণ্ঠস্বর।
