ঢাকা: বাংলাদেশের অন্দরে নতুন করে উত্তেজনা! সম্প্রতি মাগুরায় আট বছরের শিশুর ধর্ষণ ঘিরে ফের আলোড়ন তৈরি হয়েছে বাংলাদেশের (Bangladesh) অন্দরে। মাস ছয়েক আগে যারা প্রতিবাদে নেমেছিল হাসিনার (Sheikh Hasina) সরকারের বিরুদ্ধে। সেই ক্ষিপ্ত জনতাই এবার প্রতিবাদে নামল তদারকি সরকারের বিরুদ্ধে।
ঢাকার রাস্তাতে চলেছে প্রতিবাদ-বিক্ষোভ। উত্তাল হয়েছে দেশের অন্যতম বিশ্ববিদ্য়ালয় প্রাঙ্গন। সরকারের বিরুদ্ধে সুর চড়ানোয় বেধড়ক মারও খেতে হয়েছে অনেককে। তবু দমেনি কণ্ঠ। চলেছে মশালমিছিল। চলেছে আন্দোলন। বাংলাদেশের অন্দরে আবার যেন ফিরে ফিরে আসছে সেই মাস কয়েক আগের ‘মুছে যাওয়া’ স্মৃতি। ইতিমধ্যেই ছয় মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাই কোর্ট।
উল্লেখ্য, বৃহস্পতিবার এই আবহেই নতুন করে সুর চড়ল আরও এক ধাপ। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত্যু হয়েছে মাগুরার সেই আট বছরের নির্যাতিতার। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের এক আধিকারিক জানিয়েছে, সকাল থেকেই একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। ক্রমাগত সিপিআর-ও দেওয়া হয়। কিন্তু তারপর প্রাণরক্ষা হয় না তাঁর। দুপুর ১টা নাগাদ মৃত্যু হয় নির্যাতিতার।
আর এই ঘটনার ঘণ্টা কয়েক কাটতেই পদ্মা নদীর পাড়ের দেশে ফের বেজে ওঠে ‘রণডঙ্কা’। পথে নামেন সাধারণ মানুষ। প্রথমে শিশুর আত্মার শান্তি কামনায়। তারপর অভিযুক্তের শাস্তির দাবিতে। এদিন একটি সেনা কপ্টারে করে শিশুটির মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরার স্টেডিয়ামে। সেখানেই আয়োজন হয় শেষকৃত্যের কাজকর্ম। আর তা শেষ হতেই সন্ধ্য়ায় উত্তাল পরিস্থিতি। ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় একাংশ। চলে ভাঙচুর। তারপর ধরিয়ে দেওয়া হয় আগুন।