Imran Khan: সন্তানদের সঙ্গে ফোনে কথা বলতে পারছেন না ইমরান?

Imran Khan: ইমরান খানের ছেলে সুলাইমান খান ও কাসিম খান তাঁর সাবেক স্ত্রী জেমিমার সঙ্গে ব্রিটেনে বসবাস করেন। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে সন্তানের সঙ্গে যোগাযোগ ছিল ইমরানের। গত সপ্তাহে বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন পিটিআই নেতা ইমরান খানকে তাঁর ছেলেদের সঙ্গে মোবাইলে কথা বলার অনুমতি দেন।

Imran Khan: সন্তানদের সঙ্গে ফোনে কথা বলতে পারছেন না ইমরান?
ইমরান খান। ফাইল ছবি।Image Credit source: PTI

| Edited By: Sukla Bhattacharjee

Nov 06, 2023 | 11:28 PM

ইসলামাবাদ: সাইফার মামলায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) বর্তমান আদিয়ালা কারাগারে বন্দি। সেখানে তাঁকে ছেলেদের সঙ্গে কথা বলানোর জন্য মোবাইল ফোনের ব্যবস্থা করতে বলেছিল আদালত। কিন্তু, তারপরেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাঁর ছেলের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। আদালতে এমনই অভিযোগ তুলেছেন ইমরান খানের আইনজীবী শেরাজ আহমেদ রঞ্জা। তিনি বলেন, আদিয়ালা কারাগারের সুপার আদালতের নির্দেশ মানছেন না।

আদিয়ালা কারাগারের সুপারের বিরুদ্ধে বিশেষ আদালতে পিটিশনে দায়ের করেছেন ইমরানের আইনজীবী শেরাজ আহমেদ রঞ্জা। তিনি জানান, গত সপ্তাহেই আদালত জেল সুপারকে অবিলম্বে ইমরানকে তাঁর সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে দিতে বলেছিলেন। কিন্তু, তিনি জেনে-শুনে ও ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করছেন। তাই কারাগারের সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করারও দাবি তুলেছেন ইমরানের আইনজীবী। এই পিটিশনের প্রেক্ষিতে আদালত আদালিয়া কারাগারের সুপারকে নোটিশ দিয়ে দ্রুত জবাব তলব করেছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ নভেম্বর।

প্রসঙ্গত, ইমরান খানের ছেলে সুলাইমান খান ও কাসিম খান তাঁর সাবেক স্ত্রী জেমিমার সঙ্গে ব্রিটেনে বসবাস করেন। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে সন্তানের সঙ্গে যোগাযোগ ছিল ইমরানের। গত সপ্তাহে বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন পিটিআই নেতা ইমরান খানকে তাঁর ছেলেদের সঙ্গে মোবাইলে কথা বলার অনুমতি দেন। নির্দেশে বলা হয়, প্রতি শনিবার ইমরান তাঁর সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন। এর জন্য আদিয়ালা জেলের সুপারকে মোবাইল ফোনের ব্যবস্থা করার নির্দেশও দেন বিচারপতি।