Nirvair Singh: অস্ট্রেলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত জনপ্রিয় পাঞ্জাবি গায়ক

Nirvair Singh: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কাছে ভয়াবহ পথ দুর্ঘনায় মৃত্যু হল জনপ্রিয় পাঞ্জাবি গায়ক নির্ভের সিং-এর।

Nirvair Singh: অস্ট্রেলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত জনপ্রিয় পাঞ্জাবি গায়ক
পঞ্জাবি গায়ক নির্ভের সিং
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 7:11 PM

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মাটিতে ভয়াবহ পথ দুর্ঘনার শিকার হলেন পাঞ্জাবি গায়ক নির্ভের সিং। ৯নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার (৩০ অগস্ট), মেলবোর্ন শহরের কাছে ডিগার্স রেস্ট এলাকায়, বুল্লা-ডিগার্স রেস্ট রোডে তিনটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এই পাঞ্জাবি গায়ক। জানা গিয়েছে একটি সেডান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে প্রায় ৯ বছর আগে সঙ্গীত শিল্পে তাঁর কেরিয়ার গড়তে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন এই পাঞ্জাবি গায়ক। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর দুই সন্তান রয়েছে।

অজ়ি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ। সেই সময় ওই পাঞ্জাবি গায়ক তাঁর কাজের জায়গায় যাচ্ছিলেন। আচমকা দ্রুতগতির সেডান গাড়িটি এসে প্রথমে অন্য দুটি গাড়ি এবং তারপর একটি জিপে ধাক্কা মারে। ওই গাড়িগুলির একটিতেই ছিলেন নির্ভের সিং। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে তৃতীয় গাড়ির চালক সামান্য আঘাত পান। তাঁকে অবিলম্বে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিপেটিতে এক মহিলা ছিলেন। তিনিও সামান্য আঘাত পান।

পুলিশ আরও জানিয়েছে, সেডান গাড়িটি চালাচ্ছিলেন ২৩ বছরের এক যুবক। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিপজ্জনক গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো, গুরুতর আঘাত করা, জীবন বিপন্ন করে এমন বেপরোয়া আচরণ, গুরুতর আঘাত করে এমন বেপরোয়া আতরণ এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। তাঁকে শিগগিরই ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

View this post on Instagram

A post shared by Gagan Kokri (@gagankokri)

এদিকে নির্ভেরের মৃত্যুতে অস্ট্রেলিয়ার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নির্ভের সিংয়ের সোশ্যাল মিডিয়া পেজে তাঁর অনুরাগী এবং বন্ধুবান্ধবরা শোকবার্তা পোস্ট করেছেন। অনেকে তাঁর বেশ কয়েকটি ছবি পোস্ট করে তাঁকে স্মরণ করেছেন। এই সঙ্গীত শিল্পীর অকাল প্রয়াণে সকলেই ব্যথিত। নির্ভের সিং একজন অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন বলে জানিয়েছেন তাঁরা। তাঁর এক বন্ধু বলেছেন, “ওর মুখে সবসময় হাসি লেগে থাকত। যে কারোর প্রয়োজনে সাহায্য করতে এগিয়ে আসত ও।”

‘মাই টার্ন’ নামে একটি গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন নির্ভের। সেই অ্যালবামের ‘তেরে বিনা’ গানটিই তাঁকে খ্যাতি এনে দিয়েছিল। তাঁর অন্যান্য জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে ‘দরদ-এ-দিল’, ‘জে রুসগি’, ‘ফেরারি ড্রিম’, ‘হিক ঠোক কে’ ইত্যাদি।