
কত নামেই না তাঁকে ডাকেন রাশিয়ানরা! কেউ বলেন, ‘ট্রাম্পের বুগিম্যান’, কেউ বলেন ‘ডিফেন্ডার অফ ক্রেমলিন’। সেই রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ-কে সোমবার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মেদভেদেভের ৬০-তম জন্মদিনে তাঁকে ‘অর্ডার ফর মেরিট টু দ্য ফারদারল্যান্ড’ (“Order ‘For Merit to the Fatherland“) পুরস্কারে ভূষিত করলেন পুতিন। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে দেশসেবায় নিয়োজিত ব্যক্তিদের এই পুরস্কার দেয় মস্কো। এই পুরস্কারের বেশ কয়েকটি শ্রেণি-ও আছে। যত বেশি সম্মান, পুরস্কারের ‘ক্লাস’ ততই উঁচু। আছে ‘উইথ সোর্ড‘, ‘উইদাউট সোর্ড‘ ভাগ-ও। মেদভেদের কাছে এই পুরস্কারের চারটি ‘ক্লাস’-ই...