নিউ ইয়র্ক: মার্কিন সফরে যেতেই জয়জয়কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র। মঙ্গলবার তিনদিনের মার্কিন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার মাটিতে পা দিতেই সে দেশের মানুষ ও অনাবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য়িক, বুদ্ধিজীবী, বিভিন্ন সংস্থার প্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেন এবং আলোচনা করেন। সেই তালিকায় টেসলা ও টুইটার সংস্থার মালিক ইলন মাস্ক থেকে শুরু করে পরিসংখ্য়ানবিদ নাসিম নিকোলাস তালেব, রবার্ট থুরম্যান ছিলেন।
মঙ্গলবার নিউ ইয়র্কে বিখ্যাত লেখক তথা পরিসংখ্যানবিদ অধ্য়াপক নাসিম নিকোলাস তালেব(Nassim Nicholas Taleb)-র সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তালেব প্রধানমন্ত্রী মোদীকে নিজের লেখা ‘স্কিন ইন দ্য গেম’ (Skin In The Game) নামক একটি বই উপহার দেন।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর অধ্য়াপক নাসিম নিকোলাস তালেব বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আত্মিক যোগ অনুভব করলাম। কথা বলে খুব ভাল লাগল। আমরা একসঙ্গে আলোচনায় বসেছিলাম। উনি অ্যান্টি-ফ্য়াজাইল তত্ত্ব নিয়ে কথা বলেন। কীভাবে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে আমরা আলোচনা করি। অসাধারণ আলোচনা ছিল। করোনাকালে ভারত যেভাবে সংক্রমণকে প্রতিরোধ করেছে এবং কঠিন পরিস্থিতি, বিশেষ করে খাদ্য ও তার বন্টনের সমস্যার বিরুদ্ধে লড়াই করেছে, তাকে সাধুবাদ জানাই আমি”। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি ঝুঁকি নেওয়া ও ভঙ্গুরতা প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন।
#WATCH | New York: Essayist and Statistician Professor Nassim Nicholas Taleb after meeting PM Modi in New York, says “I connect with the Prime Minister. We sat down, he mentioned Antifragile, we spoke about bouncing back from adversity, and about central risk-taking. It was… pic.twitter.com/uq3My55caC
— ANI (@ANI) June 20, 2023
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখক তথা অধ্যাপক রবার্ট থুরম্যানের সঙ্গেও সাক্ষাৎ করেন।