Russia Trying to Take over Mariupol: ১০ দিন ধরে চেষ্টা করেও বাগে আসছে না কিয়েভ! খেরসনের পর এবার বন্দর শহর দখলের চেষ্টা রুশ সেনার

Russia Trying to Take over Mariupol: দশম দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভের উপরে আক্রমণ থামায়নি রাশিয়া। খারকিভ সহ একাধিক শহরেও লাগাতার সংঘর্ষ চলছে ইউক্রেনীয় ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে।

Russia Trying to Take over Mariupol: ১০ দিন ধরে চেষ্টা করেও বাগে আসছে না কিয়েভ! খেরসনের পর এবার বন্দর শহর দখলের চেষ্টা রুশ সেনার
ছবি: পিটিআই

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 05, 2022 | 10:42 AM

কিয়েভ: দশম দিনে পড়ল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ (Ukraine-Russia War)। গত সপ্তাহের বৃহস্পতিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার কথা ঘোষণা করেন। যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার চেষ্টা করছে রুশ সেনা। চারদিক থেকে ঘিরে ফেলে লাগাতার গোলাবর্ষণ করলেও, এখনও অবধি খুব একটা সুবিধা করে উঠতে পারেনি রাশিয়ার বাহিনী, বদলে চলতি সপ্তাহেই খেরসন (Kherson) শহরের দখল নিয়েছে তারা। এবার তাদের পরবর্তী নিশানা ইউক্রেনের অন্য়তম গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোল (Mariupol)। শনিবারই ওই শহরের মেয়র জানিয়েছেন, সবদিকের রাস্তা আটকে বিগত কয়েকদিন ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা।

শুক্রবার সকালেই খবর মেলে ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জ়াপোরঝিয়ায় হামলা করেছে রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই কেন্দ্রে আগুন লেগে যায়, বাড়তে থাকে তেজস্ক্রিয়তাও। বেলা গড়াতেই জানা যায়, ওই পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করে নিয়েছে রুশ সেনা। ইউক্রেন প্রশাসনের তরফেও এই খবরের সত্য়তা স্বীকার করে নেওয়া হয়। পরমাণু কেন্দ্রের দখলের পরই গোটা বিশ্বের আশঙ্কা, যেকোনও মুহূর্তেই পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া।

এদিকে, দশম দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভের উপরে আক্রমণ থামায়নি রাশিয়া। খারকিভ সহ একাধিক শহরেও লাগাতার সংঘর্ষ চলছে ইউক্রেনীয় ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে। এরইমাঝে চলতি সপ্তাহেই খেরসন শহর দখল করে নেয় রুশ সেনা। এবার বন্দর শহর মারিউপেল দখলেরও চেষ্টা শুরু করল রাশিয়া।

শনিবারই ওই শহরের মেয়র জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই নির্মমভাবে আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী। নির্বিচারে বোমাবর্ষণ করছে তারা, আটকে দেওয়া হয়েছে শহর থেকে বেরনোর সমস্ত পথও। এই কঠিন পরিস্থিতিতে শহরবাসীর সুরক্ষার কথা ভেবো দ্রুত মানবিক করিডর তৈরির আর্জি জানালেন মেয়র।

উল্লেখ্য, ইউক্রেনের উপর চারদিক স্থল, জল ও আকাশপথেও হামলা চালাচ্ছে রুশ বাহিনী। একদিকে যেমন বেলারুশের সীমান্ত পার করে ইউক্রেনের ভিতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী, তেমনই কৃষ্ণসাগরেও অপেক্ষা করছে রাশিয়ার রণতরী। মাঝ সমুদ্র থেকেই হামলা চালাচ্ছে তারা। এই পরিস্থিতিতে যদি মারিউপোল দখল করলে ইউক্রেনে ঢোকার পথ সাফ হয়ে যাবে।

আরও পড়ুন: Russian TV Channel Workers Quit On Air: সোভিয়েত পতনের সময়ও টিভিতে চলেছিল ‘সোয়ান লেক’! সেই ভিডিয়ো চালিয়েই ইস্তফা সমস্ত কর্মীর