ওয়াশিংটন: মার্কিন মুলুকে সবথেকে বড় পরীক্ষা। চলছে প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ট্রেন্ডে পাল্লা ভারী ডোনাল্ড ট্রাম্পেরই। কেনটাকি, ওয়েস্ট ভার্জিনিয়া ও ইন্ডিয়ানায় জয়ী হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী। এদিকে, ডেমোক্রাটিক প্রার্থী কমলা হ্যারিস ভেরমন্টে জিতে গিয়েছেন। শেষ পর্যন্ত প্রেসিডেন্টের গদিতে কে বসেন, তাই দেখার।
মঙ্গলবার থেকেই গণনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ আপডেট অনুযায়ী, তিনটি আসনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এগিয়ে রয়েছেন ১৩টি আসনে। ট্রাম্পের ঝুলিতে এসেছে কেনটাকি, ইন্ডিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়া। এর মধ্যে একটানা তৃতীয়বার ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হলেন ট্রাম্প। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে ওয়েস্ট ভার্জিনিয়ার প্রতিটি কাউন্টিতেই জয়ী হয়েছিলেন ট্রাম্প। দেখতে গেলে, ১৯৯৬ সালে বিল ক্লিনটনের পর কোনও ডেমোক্রাট প্রার্থীই এই আসনে জয়ী হয়নি।
কেনটাকি ও ইন্ডিয়ানাতেও একই চিত্র। সেখানেও তৃতীয়বারের জন্য জয়ী হয়েছেন ট্রাম্প। এই আসনেও ১৯৯৬ সালের পর কোনও ডেমোক্রাট প্রার্থী জেতেননি।
ডেমোক্রাট প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভেরমন্ট আসনে জয়ী হয়েছেন। তিনি এগিয়ে রয়েছেন নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়াতেও।
এদিকে, একের পর এক আসনে জয়ী হলেও, ফিলাডেলফিয়া নিয়ে মারাত্মক অভিযোগ এনেছেন ট্রাম্প। ওই আসনে ভোট গণনায় ব্যাপক কারচুপি হচ্ছে বলেই দাবি রিপাবলিকান প্রার্থীর। যদিও নির্বাচন বোর্ডের তরফে ট্রাম্পের এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। ফিলাডেলফিয়ায় সুরক্ষিতভাবেই ভোটিং হচ্ছে বলে জানিয়েছেন তারা।