ওয়াশিংটন: গাজার শাসনভার হামাসের হাতে না রাখার পক্ষে আগেই সওয়াল করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সুরের প্রতিধ্বনি শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গলায়। ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা স্ট্রিপকে ‘রিইউনাইডেট’ করার পক্ষে সওয়াল করেন বাইডেন। ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা স্ট্রিপকে একত্রিত করে তার শাসনভার প্যালেস্তাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকার বিখ্যাত সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেখানেই এই বিষয়টি উল্লেখিত হয়েছে। ওই পোস্টে বাইডেন লিখেছেন, “আমরা শান্তির খোঁজ করছি। এর জন্য গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ককে একটি শাসন কাঠামোর অধীনে আনা প্রয়োজন। প্যালেস্তাইন অথোরিটিকে নতুন ভাবে এর দায়িত্ব নিতে হবে।”
গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের শাসনভার ভিন্ন হাতে থাকলে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন বাইডেন। বাইডেনের এই প্রস্তাব ইজরায়েলও গ্রহণ করেছে। কিন্তু প্যালেস্তাইন কর্তৃপক্ষ এখনই গাজার শাসনভার নিতে প্রস্তুত নয় বলেও জানিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী আবার প্যালেস্তাইন কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ। তাঁর অভিযোগ, ৭ অক্টোবর হামাসের হামলার পর নিন্দ করেনি প্যালেস্তাইন কর্তৃপক্ষ। উল্টে তারা উৎসব করেছে।