AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia Attacks on Ukraine: জেলেনস্কির ‘মাকড়সার জাল’ ছিঁড়ল পুতিন! মধ্যরাতে তিনগুণ ড্রোন নিয়ে রুশ সেনা চালাল হামলা

Russia Attacks on Ukraine: রাজধানী কিভে ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র-সহ ভয়াবহ হামলা চালায় রুশ সেনা। এই প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে চার জনের। অবশ্য, এই মৃত চার ব্যক্তি সেনা নাকি সাধারণ মানুষ সেই তথ্য পাওয়া এখনও সম্ভব হয়নি। পাশাপাশি, আহত হয়েছেন ৪০ জনের উপর।

Russia Attacks on Ukraine: জেলেনস্কির ‘মাকড়সার জাল’ ছিঁড়ল পুতিন! মধ্যরাতে তিনগুণ ড্রোন নিয়ে রুশ সেনা চালাল হামলা
ভয়াবহ হামলাImage Credit: X
| Updated on: Jun 06, 2025 | 3:12 PM
Share

মস্কো: ইউক্রেনের মাকড়শার জাল ছিঁড়ে দিল রাশিয়া। শুক্রবার বদলা নিলেন পুতিন। কাঁটা দিয়েই কাঁটা তুললেন তিনি। যে ড্রোন হামলায় বিপর্যস্ত রুশ সেনা। এদিন সেই ড্রোন হামলাই সহ্য করতে হল ইউক্রেনকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN সূত্রে জানা গিয়েছে, এদিন ইউক্রেনের রাজধানী কিভে মধ্যরাতে ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র-সহ ভয়াবহ হামলা চালায় রুশ সেনা। এই প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে চার জনের। অবশ্য, এই মৃত চার ব্যক্তি সেনা নাকি সাধারণ মানুষ সেই তথ্য পাওয়া এখনও সম্ভব হয়নি। পাশাপাশি, আহত হয়েছেন ৪০ জনের উপর।

কিভের মেয়র ভিতালি ক্লিতসকো আলজাজিরাকে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে গিয়েছে। হামলার প্রভাব রাজধানীর একাধিক জায়গায় পড়েছে। ইতিমধ্যেই ১৬ জনকে হাসপাতালে ভর্তি করেছে প্রশাসন। পাশাপাশি, ইউক্রেনের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, এদিন মোট ৪০৭টি ড্রোন ও ৪৫ মিসাইল নিয়ে হামলা চালিয়েছিল রাশিয়া।

সম্প্রতি অপারেশন স্পাইডারওয়েব নামে রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ইউক্রেন। সেই হামলায় কমপক্ষে ৪১টি রুশ বিমানঘাঁটি ধ্বংস করেছিল তারা। সেই হামলার বদলা নিতেই যে শুক্রবার মধ্যরাতে কিভে হানাদার হয়ে ঢুকে পড়েছে রুশ ড্রোন, তা নিয়ে সন্দেহ নেই। এমনকি, ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তিনগুণের বেশি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে পুতিন সেনা।

জানা গিয়েছে, রাশিয়ার হামলার পরেই কিন্তু থেমে থাকেনি। মধ্যরাতে হামলা। এরপর ইউক্রেনের সুমি এলাকা দখল করে নিয়েছে তারা। তবে এই প্রসঙ্গে ইউক্রেন প্রশাসন তরফে এখনও কোনও বার্তা পাওয়া যায়নি।