AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia Nuclear Weapon: যে কোনও সময় পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া! আমেরিকার রিপোর্টে বিস্ফোরক তথ্য

Russia Nuclear Weapon: R.A.N.D-এর রিপোর্ট বলছে, যুদ্ধ চলাকালীন ন্যাটো বাহিনীর কোনও সদস্যের যদি মৃত্যু হয়, তাহলে আমেরিকা ও রাশিয়াকে পাল্টা আঘাত করতে পিছপা হবে না। এমন পরিস্থিতিতেই নাকি পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া।

Russia Nuclear Weapon: যে কোনও সময় পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া! আমেরিকার রিপোর্টে বিস্ফোরক তথ্য
ভ্লাদিমির পুতিন। Image Credit: AFP
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 4:50 PM
Share

মস্কো: রাশিয়া-ইউক্রেনের মধ্যে এখনও যুদ্ধ অব্যাহত আছে। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে, তার জেরে প্রাণ গিয়েছে বহু মানুষের। ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর এক শহর। এরই মধ্যে সামনে এল বিস্ফোরক তথ্য। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন আর গোয়েন্দা সংস্থা সিআইএ-র সঙ্গে যুক্ত মার্কিন সংস্থা R.A.N.D-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ এখনই থামাতে রাজি নয় রাশিয়া। শুধু তাই নয়, মার্কিন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে রাশিয়া প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার কথাও জানানো হয়েছে।

R.A.N.D-এর রিপোর্ট বলছে, যুদ্ধ চলাকালীন ন্যাটো বাহিনীর কোনও সদস্যের যদি মৃত্যু হয়, তাহলে আমেরিকা ও রাশিয়াকে পাল্টা আঘাত করতে পিছপা হবে না। এমন পরিস্থিতিতেই নাকি পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া।

গোয়েন্দা রিপোর্ট বলছে, ন্যাটোর সঙ্গে রুশ সেনার যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে রাশিয়া কী কী করবে, তার ছক নাকি মোটামুটি প্রস্তুত। ন্যাটো ৬টি বিমানঘাঁটি এবং নৌঘাঁটিতে একসঙ্গে হামলা করতে পারে বলে সূত্রের খবর। ওই জায়গাগুলিতে রাশিয়া একসঙ্গে মিসাইল হামলা চালাতেও পারে। এছাড়া রাশিয়ার পরিকল্পনা রয়েছে ন্যাটোর সামরিক অবস্থানগুলিকেও চিহ্নিত করে আক্রমণ করা। বাদ যাবে না আমেরিকার অস্ত্রাগারও!

ক্রিমিয়ায় মার্কিন বিমানগুলিকে লক্ষ্য করে যখন রাশিয়া হামলা চালিয়েছিল, তখন আমেরিকাও রুশ এয়ারবেসে হামলা চালাতে দ্বিধাবোধ করেনি। তার জবাব দিতে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলেও সন্দেহ রয়েছে আমেরিকার।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে যদি ন্যাটো ইউক্রেনের পাশে দাঁড়ায় বা সাহায্য করে তাহলেও ছেড়ে কথা বলবে না রাশিয়া। সে ক্ষেত্রেও অস্ত্রের ব্যবহার করতে দু বার ভাববে না রুশ সেনা।