মস্কো: রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর অসুস্থতা নিয়ে নানান জল্পনা শোনা গিয়েছিল। যার জেরে তিনি (Vlaimir Putin) পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। এরই মধ্যে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের (President Election) তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হবে।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটররা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ১৮ মার্চ, ২০২৪-এ অনুমোদন করেছেন।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষিত হলেও ৭১ বছর বয়সি ভ্লাদিমির পুতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও তিনি ঘোষণা করেননি। তবে তিনি আবার নির্বাচনে অংশ নেবেন বলেই রুশ রাজনৈতিক মহলের ধারণা। সূত্রের খবর, পুতিনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে সামিল হতে পারেন প্রাক্তন সেনেটর বরিস নাদেজদিন এবং মস্কোর সাংবাদিক ও আইনজীবী ইয়েকাতেরিনা দুন্তসোভা। এদিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা হতেই জেলবন্দি রাশিয়ার বর্তমান বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনি অনলাইনে বার্তা দিয়েছেন, যে কাউকে সমর্থন করুন কিন্তু, পুতিনকে নয়।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে টানা ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ধড় ওঠে। যদিও সেই ‘অভিযান’ এখনও চলছে। এই আবহে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।