মস্কো: ক্ষীণ হলেও দেখা যাচ্ছে আশার আলো। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইতি টানতে ইতিবাচক ইঙ্গিতই দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের শান্তিচুক্তি প্রস্তাব এবং আমেরিকার মধ্যস্থতার পর কথা বলতে রাজি রাশিয়াও। বৃহস্পতিবারই প্রেসিডেন্ট পুতিন বললেন, প্রস্তাবিত যুদ্ধবিরতির পক্ষেই তিনি, তবে ওয়াশিংটনের পরিকল্পনা নিয়ে তার যথেষ্ট সংশয় ও প্রশ্ন রয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “আমেরিকান সহকর্মীদের সঙ্গে কথা বলতে হবে…হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি আলোচনা করতে হবে।”
পুতিনের যেমন আমেরিকার পরিকল্পনা নিয়ে সংশয় রয়েছে, তেমনই রুশ প্রেসিডেন্টের বক্তব্যে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্টও। পুতিনের বক্তব্য শুনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আশাব্যঞ্জক তবে সম্পূর্ণ নয়। চূড়ান্ত চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনা চলছে। এবার আমরা দেখব যে রাশিয়া রাজি কি না। যদি রাজি না থাকে, তবে গোটা বিশ্বের জন্য তা অত্যন্ত দুঃখজনক হবে। আমি ওঁর (ভ্লাদিমির পুতিন) সঙ্গে দেখা করতে বা কথা বলতে রাজি। তবে দ্রুত এই কাজ করতে হবে।”
মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও একই সুরে বলেছেন, “আমরা জানতে চাই যে রাশিয়া কি নিঃশর্তে যুদ্ধবিরতিতে প্রস্তুত?”
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প একই প্রস্তাব দেন রাশিয়াকেও। তবে সে দেশের প্রেসিডেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। চুক্তির শর্তে বলা হয়েছিল, কিয়েভকে নিরাপত্তার গ্যারান্টি হিসাবে ইউক্রেনে বিদেশি শান্তিরক্ষক বাহিনী থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব আগেভাগেই খারিজ করে দিয়েছেন পুতিন।