Vladimir Putin on PM Modi: ‘প্রধানমন্ত্রী মোদী একদম ঠিক’, জি-২০তে না এসেও হঠাৎ কেন প্রশংসায় পঞ্চমুখ পুতিন?

India-Russia Bilateral Relation: মঙ্গলবার রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভসতক শহরে অষ্টম ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই তিনি দেশীয় পণ্যের ব্যবহারের পক্ষে সওয়াল করে বলেন, "আমাদের বন্ধুদের দেখে শেখা উচিত। যেমন ভারত, ওরা দেশীয় প্রযুক্তিতে গাড়ি তৈরি ও তা ব্যবহারের উপরে নজর দিয়েছে।"

Vladimir Putin on PM Modi: প্রধানমন্ত্রী মোদী একদম ঠিক, জি-২০তে না এসেও হঠাৎ কেন প্রশংসায় পঞ্চমুখ পুতিন?
ফাইল চিত্রImage Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 13, 2023 | 10:31 AM

মস্কো: পুতিনের মুখে নমোর গুণগান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দেখানো পথ অনুসরণ করতে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি বলেন, “মেক ইন ইন্ডিয়ার (Make in India) প্রচার করেন প্রধানমন্ত্রী মোদী। একদম সঠিক কাজ করছেন তিনি। দেশে তৈরি গাড়ি ব্য়বহার করা উচিত। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ইতিমধ্যেই উদাহরণ তৈরি করা হয়েছে।”

মঙ্গলবার রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভসতক শহরে অষ্টম ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই তিনি দেশীয় পণ্যের ব্যবহারের পক্ষে সওয়াল করে বলেন, “আগে আমাদের কাছে দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি ছিল না, এখন আমাদের কাছে রয়েছে। এটা সত্যি যে মার্সিডিজ বা অডি গাড়ির তুলনায় আমাদের তৈরি গাড়িগুলি অনেক শোভনীয় দেখতে। নব্বইয়ের দশকে আমরা অনেক গাড়ি কিনেছিলাম, কিন্তু এটা ইস্যু নয়। আমাদের বন্ধুদের দেখে শেখা উচিত। যেমন ভারত, ওরা দেশীয় প্রযুক্তিতে গাড়ি তৈরি ও তা ব্যবহারের উপরে নজর দিয়েছে। আমার মনে হয়, মেক ইন ইন্ডিয়ার প্রচার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম সঠিক কাজ করছেন। উনি একদম ঠিক।”

রাশিয়ায় তৈরি গাড়ি ব্য়বহারের পরামর্শ দিয়ে পুতিন বলেন, “আমাদের কাছে নিজস্ব তৈরি গাড়ি রয়েছে। আমাদের সেগুলি ব্য়বহার করা উচিত। ওই গাড়িতে কোনও সমস্যা নেই। এতে আমাদের অভ্যন্তরীণ বিক্রি বাড়বে। এমন একটা চেইন তৈরি করতে হবে, যাতে কোন শ্রেণির আধিকারিকরা কী ধরনের গাড়ি ব্যবহার করেন, তা জেনে সেই অনুযায়ী গাড়ি তৈরি করা হবে। ইতিমধ্যেই গাড়ি কেনা নিয়ে একাধিক প্রস্তাবনা আনা হয়েছে।”

শুধু মেক ইন ইন্ডিয়াই নয়, জি-২০ সম্মেলনে ভারত-মধ্য প্রাচ্য-ইউরোপের আর্থিক করিডর নিয়েও প্রশংসা করেন পুতিন। তিনি জানান, এই রেল-বন্দর করিডরের মাধ্যমে শুধু অংশীদার দেশগুলিই নয়, রাশিয়াও বিশেষভাবে উপকৃত হবে বলে জানান। তিনি বলেন, “এতে আমরা উপকৃতই হব। এতে পণ্য পরিবহনে বিশেষ সাহায্য হবে। দীর্ঘদিন ধরেই এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আমেরিকা শেষ মুহূর্তে এই ট্রেনে চেপেছে। তবে এতে আমেরিকার বিশেষ কোনও লাভ হবে না।”