
ওয়াশিংটন: এবার কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে? বড় আপডেট দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত তার চাপের মুখেই ইউক্রেন ৩০ দিনের শান্তিচুক্তিতে রাজি হয়েছে। সেই প্রস্তাব ঘোষণা করতেই ট্রাম্প জানালেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে এক্ষুণি রাশিয়া যাচ্ছে মধ্যস্থতাকারীরা।
ক্ষমতায় আসার পরই ট্রাম্প বারবার বলেছিলেন তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে মধ্যস্থতাকারীর কাজ করতে পারেন। যুদ্ধ বন্ধ করতে নানা প্রচেষ্টা, হুঁশিয়ারি দিয়েছেন। এবার ইউক্রেন সুর নরম করতেই অতি তৎপর ট্রাম্প প্রশাসন। কিয়েভ ৩০ দিনের শান্তিচুক্তির প্রস্তাব দিতেই মার্কিন প্রেসিডেন্ট মস্কোয় মধ্যস্থতাকারী দল পাঠাচ্ছেন। যদিও এই দলে কারা রয়েছে, সে সম্পর্কে কিছুই জানাননি তিনি।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফাঁকেই ট্রাম্প বলেন, “এখনই রাশিয়ায় যাচ্ছে। আশা করছি রাশিয়াও যুদ্ধবিরতিতে রাজি হবে। যদি আমরা রাজি করাতে পারি, তবে এই রক্তস্নান ৮০ শতাংশই বন্ধ হয়ে যাবে।”
ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, “ফোনে কথা হচ্ছে। আমাদের প্রতিনিধিদের সঙ্গে আগামী কয়েকদিনেই মুখোমুখি কথা হবে।”
কবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হবে, সে বিষয়ে ট্রাম্প কিছু না বললেও, জানিয়েছেন যে রাশিয়ার দিক থেকে ইতিবাচক ইঙ্গিতই আসছে। এবার পুরোটাই মস্কোর উপরে নির্ভর করছে। তিনি সাফ বলেন, “আমি এমন কিছু করতে পারি, যা রাশিয়ার জন্য আর্থিকভাবে খুব খারাপ হবে। আমি সেটা করতে চাই না, কারণ আমি শান্তি চাই।”