Video: মহিলার খাদ্যনালীতে ৪ ফুট দীর্ঘ সাপ, বহু কষ্টে বের করলেন ডাক্তাররা

Doctors pull out 4 feet long snake from woman's mouth: ঘুমের সময় অনেকেরই মুখ খোলা থাকে। পোকামাকড় তো বটেই, এই ভাবে ঘুমোলে গলায় সাপও ঢুকে যেতে পারে। সম্প্রতি, এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এক রুশ মহিলার।

Video: মহিলার খাদ্যনালীতে ৪ ফুট দীর্ঘ সাপ, বহু কষ্টে বের করলেন ডাক্তাররা
মুখ খুলে ঘুমোলে সাপও ঢুকে যেতে পারে

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 16, 2022 | 8:30 AM

মস্কো: ঘুমের সময় অনেকেরই মুখ খোলা থাকে। পোকামাকড় তো বটেই, এই ভাবে ঘুমোলে গলায় সাপও ঢুকে যেতে পারে। সম্প্রতি, এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এক রুশ মহিলার। ঘুমন্ত অবস্থায় একটি ৪ ফুট দীর্ঘ সাপ তাঁর মুখগহ্বর দিয়ে প্রবেশ করে গলা দিয়ে খাদ্যনালী পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শুনতে অবিশ্বাস্য লাগলেও, ঘটনাটা একেবারে সত্যি। এই ঘটনার একটি শিউরে ওঠার মতো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাপটিকে ওই মহিলার মুখ থেকে বের করার জন্য অস্ত্রোপচার করতে হয়েছে চিকিৎসকদের।

স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘুম ভাঙার পর ওই মহিলা আচমকাই অসুস্থতা অনুভব করেছিলেন। এব়পর তিনি হাসপাতালে গিয়েছিলেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর, ডাক্তাররা আবিষ্কার করেছিলেন তাঁর পেটের ভিতর কিছু একটা ঢুকে গিয়েছে। তাঁকে জেনারেল অ্যানেস্থেসিয়ার আওতায় রেখে অস্ত্রোপচার করেন তাঁরা।

ভাইরাল হওয়া ভিডিয়োটি ১১ সেকেন্ডের। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, অপারেশন থিয়েটারে শুয়ে আছেন ওই মহিলা। চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসা কর্মীরা তাঁর অস্ত্রোপচার করছেন। কিছুক্ষণ পরই এক মহিলা ডাক্তার অচেতন অবস্থায় থাকা ওই মহিলার মুখে অস্ত্রোপচারের যন্ত্র ঢুকিয়ে ৪ ফুট দীর্ঘ সাপটিকে টেনে বের করে আনেন। ভিডিয়োতে দেখা গিয়েছে সাপটি মহিলার খাদ্যনালী পর্যন্ত চলে যাওয়ার পরও জীবিত রয়েছে। শুধু তাই নয়, বের করে আনার পরই সে চিকিৎসকদের আক্রমণ করার চেষ্টাও করে। সৌভাগ্যবশত, চিকিৎসকরা সকলে অক্ষতই আছেন। সাপটি তাদের আক্রমণ করা চেষ্টা করলেও, নাগাল পায়নি।


সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বহু নেটিজেন এই ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন। একজন দাবি করেছেন, ভিডিয়োতে দেখা প্রাণীটি মোটেই সাপ নয়। এটি হল তাইনিয়া নামে এক পরজীবী। তিনি আরও জানিয়েছেন, ৭ বছর বয়সে তাঁর বাবাও তাঁর মুখ থেকে এই ধরনের একটি প্রাণীকে টেনে বের করেছিলেন। আরেকজন বলেছেন, এই কারণেই সকলের কম্বল মুড়ি দিয়ে ঘুমোনো উচিত। আরেকজন বিস্ময় প্রকাশ করেছেন, একটি সাপ মুখ দিয়ে ঢুকে পেট পর্যন্ত চলে গেল। অথচ ওই মহিলার ঘুম ভাঙল না। কীকরে কারোর ঘুম এতটা গভীর হতে পারে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী সাপের কামড়ে প্রতি বছর প্রায় ৮১,০০০ থেকে ১,৩৮,০০০ মানুষের মৃত্যু হয়। এর বাইরে সাপের কামড়ে আরও লক্ষ লক্ষ মানুষের শরীরে অনেক জটিলতা তৈরি হয়। অনেকের স্থায়ী ভাবে শারীরিক অক্ষমতা তৈরি হয়।