Vladimir Putin: ‘পিঠে ছুরি মারল’, ওয়াগনার বাহিনীর ‘বিশ্বাসঘাতক’দের চরম শাস্তির হুঁশিয়ারি পুতিনের
Russian Wagner Force: ওয়াগনার বাহিনীর প্রধানের বিদ্রোহ ঘোষণা নিয়ে পুতিন বলেন, "ভাই ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। পিঠে ছুরি মারা হয়েছে।"
মস্কো: বিশ্বাসঘাতকতা! পিঠে ছুরি মেরেছে ওয়াগনার বাহিনী (Wagner)। শনিবার এমনটাই বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রাশিয়ার প্রেসিডেন্টের ভাড়াটে সশস্ত্র বাহিনী ওয়াগনার গ্রুপই সে দেশের সেনা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। হুমকি দিয়েছে সবকিছু ধ্বংস করে দেওয়ার। নিজের ‘পোষা’ বাহিনীরই এই বিদ্রোহ ঘোষণাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অ্যাখ্য়া দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশন বার্তায় রাশিয়ার জনগণের উদ্দেশে তিনি কী বললেন, দেখে নিন-
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিন ওয়াগনার বাহিনীর প্রধানের বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ বলেই অ্যাখ্যা দেন। রাশিয়া ও সে দেশের মানুষকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
- পুতিন বলেন, “আমরা দেশের মানুষ ও নিরাপত্তার জন্য় লড়ছি। তাই সমস্ত বিরোধ সরিয়ে রেখে একজোট হন।”
- ওয়াগনার বাহিনীর প্রধানের বিদ্রোহ ঘোষণা নিয়ে পুতিন বলেন, “ভাই ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। পিঠে ছুরি মারা হয়েছে।”
- ‘এই ওয়াগনার বাহিনীই ডনবাসকে স্বাধীন করেছিল…’ বিদ্রোহ নিয়ে আক্ষেপ প্রকাশ রাশিয়ার প্রেসিডেন্টের।
- “আমাদের সবাইকে একজোট থাকতে হবে। সমস্ত বাহিনীকে একজোট হতে হবে”, বার্তা পুতিনের।
- “যারা সেনা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে, তারা সকলে বিশ্বাসঘাতক”, বললেন পুতিন।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাশিয়ার সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।”
- “যারা এই বিদ্রোহে অংশ নিচ্ছে, তাদের সকলকে শাস্তি দেওয়া হবে”, ঘোষণা পুতিনের।
- ভ্লাদিমির পুতিন বলেন, “রোস্তভ-অন-ডনে পরিস্থিতি খুব জটিল। শান্তি ফেরাতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করছি।”