Putin slams US Politics: ‘মার্কিন রাজনীতিতে পচন ধরেছে’, কেন বললেন রুশ প্রেসিডেন্ট?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 12, 2023 | 6:03 PM

US-Russia: আমেরিকার প্রসঙ্গে মন্তব্য করার সময় পুতিন বলেন, 'ট্রাম্পের বিষয়ে বলতে গেলে, আজকের দিনে দাঁড়িয়ে যা চলেছে, তা আমাদের জন্য ভালই। আমার মতে, এটা ভাল কারণ, এতে আমেরিকার পচন ধরে যাওয়া রাজনৈতিক অবস্থা প্রকাশ্যে চলে আসছে।'

Putin slams US Politics: মার্কিন রাজনীতিতে পচন ধরেছে, কেন বললেন রুশ প্রেসিডেন্ট?
মার্কিন রাজনীতি নিয়ে সমালোচনা পুতিনের
Image Credit source: PTI

Follow Us

মস্কো: মার্কিন মুলুকের রাজনীতির হালহকিকত নিয়ে তুমুল সমালোচনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলা রুজু করা হয়েছে, তা একপ্রকার রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছেন পুতিন। শুধু তাই নয়, আমেরিকার এই রাজনৈতিক পরিস্থিতি সেখানকার ‘মৌলিক দুর্নীতি’-কেই বেআব্রু করেছে বলে মত পুতিনের। রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্য রাখার সময় এভাবেই মার্কিন মুলুককে বিঁধলেন রুশ প্রেসিডেন্ট।

আমেরিকার প্রসঙ্গে মন্তব্য করার সময় পুতিন বলেন, ‘ট্রাম্পের বিষয়ে বলতে গেলে, আজকের দিনে দাঁড়িয়ে যা চলেছে, তা আমাদের জন্য ভালই। আমার মতে, এটা ভাল কারণ, এতে আমেরিকার পচন ধরে যাওয়া রাজনৈতিক অবস্থা প্রকাশ্যে চলে আসছে। এরা আর অন্যদের গণতন্ত্রের পাঠ দেওয়ার ভান করার মতো অবস্থায় নেই।’ আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা নিয়ে সমালোচনা করে পুতিন আরও বলেন, ‘ট্রাম্পের সঙ্গে যা হচ্ছে, তা হল রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর উপর নিপীড়ন। আর এটা আমেরিকা তথা গোটা বিশ্ববাসীর চোখের সামনে হচ্ছে।’

উল্লেখ্য, আগামী বছরেই আমেরিকায় ভোট রয়েছে। সাম্প্রতিক কিছু জনমত সমীক্ষায় উঠে এসেছে ২০২৪ সালে প্রেসিডেনশিয়াল ইলেকশনে রিপাবলিকানদের পক্ষ থেকে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন ট্রাম্পও। ট্রাম্পের জমানায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বেশ ভাল সম্পর্ক ছিল বলে শোনা যায়। যদিও সমালোচকরা কটাক্ষ করে বলে থাকেন, তিনি রুশ প্রেসিডেন্টের কাছে মাথা নত করে ফেলেছিলেন। এদিকে ট্রাম্পও আবার ইতিমধ্যেই দাবি করে ফেলেছেন, তিনি যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিচালনার সুযোগ পান, তাহলে ইউক্রেন সমস্যার সমাধান করবেন।

এমন অবস্থায় ট্রাম্প রাজনৈতিক নিপীড়নের শিকার বলে রুশ প্রেসিডেন্টের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক না কেন, রাশিয়ার সঙ্গে যে আমেরিকার সম্পর্কে বিশেষ বদল আসবে না, তাও মনে করছেন পুতিন।

Next Article