Donald Trump-Vladimir Putin: এত্ত ভালবাসা? ট্রাম্পের মঙ্গল কামনায় গির্জাতে গিয়ে প্রার্থনা করলেন পুতিন!

Mar 23, 2025 | 4:35 PM

Donald Trump-Vladimir Putin: বিষয়টিকে ব্যাখ্যা করে উইটকফ বলেন, "পুতিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। তিনি তাঁর বন্ধুর জন্য প্রার্থনা করছিলেন।" উইটকফ জানান এই কথা জানতে পেরে 'মুগ্ধ' হয়েছিলেন পুতিন।

Donald Trump-Vladimir Putin: এত্ত ভালবাসা? ট্রাম্পের মঙ্গল কামনায় গির্জাতে গিয়ে প্রার্থনা করলেন পুতিন!

Follow Us

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘মধু’র সম্পর্কের কথা বিশ্ব বিদিত। তবে আড়ালে আবডালে যে একজন আরেক জনের মঙ্গল কামনায় ঈশ্বরের শরণাপন্ন হন তা জানতেন কি? ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তেমনই এক বিষ্ময়কর ঘটনা।

গত বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচার চলাকালীন সময়ে বড় বিপদের মুখে পড়েন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। দুষ্কৃতিরা আচমকা ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে বসে। ঘটনায় রক্তপাত হয় তাঁর। উইটকফ জানান, এই ঘটনা জানতে পেরেই উদ্বিগ্ন হয়ে পড়েন পুতিন।

ফক্স নিউজের প্রাক্তন উপস্থাপক টাকার কার্লসনের একটি পডকাস্টে উইটকফ জানান, এই সময়ে ট্রাম্পের আরোগ্য কামনা করতে চার্চে যান পুতিন। স্থানীয় গির্জায় গিয়ে ফাদারের সঙ্গে দেখা করে ট্রাম্পের সুস্থতা কামনা করেন তিনি।

উইটকফ বলেন, “যখন রাষ্ট্রপতিকে গুলি করা হয়েছিল, তখন পুতিন তাঁর স্থানীয় গির্জায় গিয়ে ফাদারদের সঙ্গে দেখা করেন এবং রাষ্ট্রপতির জন্য প্রার্থনা করেন।”

বিষয়টিকে ব্যাখ্যা করে উইটকফ বলেন, “পুতিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। তিনি তাঁর বন্ধুর জন্য প্রার্থনা করছিলেন।” উইটকফ জানান এই কথা জানতে পেরে ‘মুগ্ধ’ হয়েছিলেন পুতিন।

শুধু তাই নয়, শুভেচ্ছার নিদর্শন হিসেবে, পুতিন এক শীর্ষ রাশিয়ান শিল্পীর তৈরি ট্রাম্পের একটি ‘সুন্দর প্রতিকৃতি’ ট্রাম্পকে উপহার দেন। এই পদক্ষেপ পুতিন এবং ট্রাম্পের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উপর জোর দেয়। ট্রাম্পও পুতিনকে ‘প্রতিভাবান এবং শক্তিশালী নেতা’ হিসেবে উল্লেখ করেছেন।