মস্কো: প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করেছিল এক যুবক। সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর ১১১ বার ধারালো অস্ত্রের কোপ মেরেছিল সে। তার আগে ধর্ষণের পাশাপাশি সাড়ে তিন ঘণ্টা ধরে নির্যাতন চালিয়েছিল প্রাক্তন প্রেমিকার উপর। অত্যাচারের পর লোহার তার দিয়ে পেঁচিয়ে ধরেছিল গলা। এর পর শতাধিকবার কুপিয়ে করেছিল খুন। এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য ১৭ বছর জেলের সাজা হয়েছিল ওই যুবকের। জেলেই ছিল সে। কিন্তু যুদ্ধ করতে যেতে রাজি হওয়ায় সাজা থেকে তাকে মুক্তি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সম্প্রতি এই ঘটনা ঘটেছে রাশিয়ায়। এক ব্রিটিশ সংবাদপত্রে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
প্রেমিকাকে নৃশংস হত্যায় দোষী সাব্যস্ত ওই রাশিয়ান যুবকের নাম ভ্লাদিস্লাভ কানয়ুস। তার বিরুদ্ধেই প্রাক্তন প্রেমিকা ভেরা পেখটেলভকে খুন করার অভিযোগ ছিল। আদালত এ জন্য শাস্তিও দিয়েছিল ভ্লাদিস্লাভকে। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ যেতে রাজি হয় সে। এ জন্য আবেদন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সেই আবেদনে সাড়া দিয়ে তাকে ক্ষমা করেছেন পুতিন। এমনকি সেনার পোশাকে সমরাস্ত্র হাতে ভ্লাদিস্লাভের ছবিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেই ছবি দেখেছেন পেখটেলভের মা ওকসানা। তা দেখে নিজের কষ্ট চেপে রাখতে পারেননি তিনি। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমকে পেখটেলভের মা ওকসানা বলেছেন, “আমার মেয়ে কবরে পচছে। আমার জীবন শেষ হয়ে গিয়েছে। রোজ মেয়ের কথা ভেবে কেঁদে উঠি আমি। আমি খুব শক্ত মহিলা। কিন্তু আইনের শাসনহীনতায় আমি বিস্মিত। এখন বুঝতে পারছি না কী করব।”
নারী অধিকার কর্মী আলয়োনা পোপোভা বুধবার জানিয়েছেন, ভ্লাদিস্লাভকে ছেড়ে দিয়েছেন জেল কর্তৃপক্ষ। বর্তমানে সে ইউক্রেন সীমান্তের কাছে রস্টভ এলাকায় মোতায়েন রয়েছে। এই ঘটনা নিয়ে রাশিয়ার অন্দরেও ক্ষোভ বেড়েছে।
প্রসঙ্গত, দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া। সে যুদ্ধে এখনও ইতি পড়েনি। এই যুদ্ধ নিয়ে রাশিয়ার অন্দরেও ক্ষোভ কম নেই। কিন্তু যুদ্ধ করতে পুতিন যে কতটা মরিয়া, তা বুঝিয়ে দিচ্ছে এই ঘটনা।