Russia Earthquake: রাশিয়ায় ভূমিকম্পে কি ধ্বংস হয়ে গেল পুতিনের শখের ‘হরনেট নেস্ট’?

Russia Earthquake: প্রাকৃতিক বিপর্যয় নাকি পরমাণু বিস্ফোরণ? সকাল থেকে জল্পনা মার্কিন ও ব্রিটিশ ট্যাবলয়েডে। যদিও পারমাণবিক বোমা পরীক্ষার জল্পনা উড়িয়ে মস্কো জানিয়েছে এদিনের ভূমিকম্প প্রাকৃতিক রোষে সৃষ্ট। মানুষ এর কারণ নয়। কিন্তু রুশ ভাণ্ডারে তো এরকম অস্ত্র রয়েছে যার ফলে এমন বিপজ্জনক কম্পন হতে পারে, জন্ম নিতে পারে সুনামি। ন্যাটো একে বলে, শয়তানের অস্ত্র বা 'স্যাটান ২'।

Russia Earthquake: রাশিয়ায় ভূমিকম্পে কি ধ্বংস হয়ে গেল পুতিনের শখের হরনেট নেস্ট?

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 01, 2025 | 6:25 AM

বুধবার সকালে রাশিয়ার কামচটকায় ভয়াবহ ৮.৮ মাত্রার ভূমিকম্প। তারপরেই সুনামি। জোড়া আঘাত গিয়ে লেগেছে উপকূলবর্তী এলাকায় রুশ ডুবোজাহাজ ঘাঁটিতে। যার জেরে কি ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত প্রিয় ও সাধের নিউক্লিয়ার-সাবমেরিন ঘাঁটিটি? বুধবার রাশিয়া কি কোনও পরমাণু বোমা পরীক্ষা করেছে ওই এলাকায়? নাকি রুশ সাবমেরিন ঘাঁটিতেই ঘটে গিয়েছে কোনও ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ? যার জেরেই প্রথমে ভূমিকম্প ও পরে সুনামিতে ভেসে গিয়েছে আশেপাশের এলাকা? মার্কিন ও ব্রিটিশ ট্যাবলয়েডে এই জল্পনা ছাপা হলেও রুশ প্রশাসন এই ঘটনার জন্যই প্রাকৃতিক বিপর্যয়কেই দায়ী করেছে। রাশিয়ার ভূূমিকম্প ও সুনামিতে শুধু পুতিনের দেশই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে জাপান, আমেরিকা সহ একাধিক দেশ। সেখানে আছড়ে পড়ছে উচু উচু সুনামির ঢেউ। তবে রাশিয়ায় এই ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে বেশি আশঙ্কার কারণ হল ৮.৮ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে রুশ সাবমেরিন ঘাঁটি! ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন