
বুধবার সকালে রাশিয়ার কামচটকায় ভয়াবহ ৮.৮ মাত্রার ভূমিকম্প। তারপরেই সুনামি। জোড়া আঘাত গিয়ে লেগেছে উপকূলবর্তী এলাকায় রুশ ডুবোজাহাজ ঘাঁটিতে। যার জেরে কি ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত প্রিয় ও সাধের নিউক্লিয়ার-সাবমেরিন ঘাঁটিটি? বুধবার রাশিয়া কি কোনও পরমাণু বোমা পরীক্ষা করেছে ওই এলাকায়? নাকি রুশ সাবমেরিন ঘাঁটিতেই ঘটে গিয়েছে কোনও ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ? যার জেরেই প্রথমে ভূমিকম্প ও পরে সুনামিতে ভেসে গিয়েছে আশেপাশের এলাকা? মার্কিন ও ব্রিটিশ ট্যাবলয়েডে এই জল্পনা ছাপা হলেও রুশ প্রশাসন এই ঘটনার জন্যই প্রাকৃতিক বিপর্যয়কেই দায়ী করেছে। রাশিয়ার ভূূমিকম্প ও সুনামিতে শুধু পুতিনের দেশই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে জাপান, আমেরিকা সহ একাধিক দেশ। সেখানে আছড়ে পড়ছে উচু উচু সুনামির ঢেউ। তবে রাশিয়ায় এই ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে বেশি আশঙ্কার কারণ হল ৮.৮ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে রুশ সাবমেরিন ঘাঁটি! ...