Global Indian of The Year: ‘গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার’-এর সম্মান পেলেন সদগুরু

Global Indian of The Year: মানব চেতনাকে উন্নত করা এবং পরিবেশ রক্ষার কাজে অসামান্য অবদানের জন্য গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করা হল ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক গুরু সদগুরুকে।

Global Indian of The Year: গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার-এর সম্মান পেলেন সদগুরু

May 26, 2025 | 4:20 PM

মানব চেতনাকে উন্নত করা এবং পরিবেশ রক্ষার কাজে অসামান্য অবদানের জন্য গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করা হল ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক গুরু সদগুরুকে। কানাডা ইন্ডিয়া ফাইন্ডেশন এই সম্মানে ভূষিত করেন সদগুরুকে। বিশ্বব্যাপী নিজের কাজের দ্বারা ছাপ ফেলেছেন এমন ভারতীয়দের প্রতি বছর এই সম্মানে প্রদান করা হয়।

২০২৪ সালের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল এই পুরস্কারটি পেতে চলেছেন সদগুরু। এবার আনুষ্ঠানিকভাবে ২২ মে,টরন্টোতে ইন্দো-কানাডিয়ান নেতা, উদ্যোক্তা এবং সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতিতে সিআইএফ চেয়ারম্যান রিতেশ মালিক এবং জাতীয় আহ্বায়ক সুনীতা ব্যাস এই সম্মান এবং পুরষ্কার তুলে দেন সদগুরুর হাতে।

পুরস্কারের পাশাপাশি, সদগুরুকে ৫০,০০০ কানাডিয়ান ডলার প্রদান করা হয়। যা অবশ্য তিনি কাবেরী নদীকে পুনরুজ্জীবিত করার জন্য কাবেরী কলিং প্রকল্পে দান করে দেন।

সিআইএফ-এর চেয়ারম্যান রিতেশ মালিক বলেন, “সদগুরু মাটির অবক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং খাদ্যের গুণমানের মতো বিশ্বজুড়ে চ্যালেঞ্জগুলির বাস্তব এবং দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করেন। সদগুরুর মতো চিন্তাশীল নেতাদের কাছ থেকে কানাডা প্রচুর উপকৃত হতে পারে।”

সদগুরু নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “কানাডা এবং ভারত উভয়েরই উন্নয়ন ও সমৃদ্ধিতে ভারতীয় সম্প্রদায়ের অবদান দেখে অবাক লাগছে। আপনাদের উষ্ণতা এবং আতিথেয়তার পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ। অনেক ভালবাসা এবং আশীর্বাদ।”