নয়া দিল্লি: চলতি বছরে ফ্রান্সের (France) জাতীয় দিবস, বাস্তিল দিবসের (BastilleDay) অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। স্বাভাবিকভাবেই এটা দুই দেশের কাছে তাৎপর্যপূর্ণ। তবে বাস্তিল দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার আরও একটি কারণ রয়েছে। চলতি বছরই ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক ২৫ বছরে পদার্পণ করছে। স্বাভাবিকভাবেই ফ্রান্সের এবারের বাস্তিল দিবস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের ফ্রান্স সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একথা উল্লেখ করে বিশ্বের অন্যতম সংস্থা ‘সেন্ট গোবেইন’ (Saint- Gobain)-এর তরফে টুইটও করা হয়েছে।
সেন্ট গোবেইন-এর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে টুইটারে বলা হয়েছে, “ফ্রান্সের জাতীয় দিবসে বাস্তিল দিবস অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত।” সেন্ট গোবেইন-এর উন্নয়নের জন্য ভারত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং দ্বিপাক্ষিক এই সম্পর্ক ২৫ বছরে পদার্পণ করল বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।
[#Event]
?On the occasion of France’s National day, it’s a pleasure to welcome @PMOindia @Narendramodi, as guest of honor for #BastilleDay celebrations.
??For 25 years now, India has been a country of significant importance for #SaintGobain’s growth strategy.
?@IndiaembFrance pic.twitter.com/cIxxX6VE6o— Saint-Gobain (@saintgobain) July 10, 2023
প্রসঙ্গত, আগামী ১৩ ও ১৪ জুলাই দু-দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে যাওয়ার সূচি নির্ধারিত রয়েছে। মূলত, ফ্রান্সের জাতীয় দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই এবং ইন্দো-ফ্রান্স দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের ২৫ বছর উদযাপন করতেই প্রধানমন্ত্রী ফ্রান্স সফরে যাবেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদীকে সঙ্গে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্র্যোঁ প্যারিসের বিখ্যাত মিউজিয়াম পরিদর্শনে যাবেন এবং প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।