Fart Spray: বাতকর্মের গন্ধযুক্ত স্প্রে করেছিল এক ছাত্র, গন্ধের চোটে বন্ধ হয়ে গেল স্কুল

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 08, 2023 | 4:55 PM

Fart Spray: স্কুলে বাতকর্মের গন্ধযুক্ত স্প্রে ছড়িয়ে দিয়েছিল এক শিক্ষার্থী। তারপরই গন্ধের দাপটে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৬ স্কুল পড়ুয়া। তাদের হাসপাতালেও ভর্তি করতে হয়। পাশাপাশি কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায় স্কুল।

Fart Spray: বাতকর্মের গন্ধযুক্ত স্প্রে করেছিল এক ছাত্র, গন্ধের চোটে বন্ধ হয়ে গেল স্কুল
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

নিউ ইয়র্ক: ছেলেবেলায় নানা অজুহাতে স্কুল ছুটের ঘটনা অনেকের জীবনেই রয়েছে। বিভিন্ন ফন্দি এঁটে বা মিথ্যে শরীর খারাপের বাহানা দিয়ে আমরা স্কুলে যাইনি। এবার স্কুলের একঘেয়ে ক্লাস থেকে মুক্তি পাওয়ার জন্য অভিনব ফন্দি আঁটল এক পড়ুয়া। তবে তার ফন্দির জেরে কেবল নিজেই নয় ছুটি মিলল স্কুলের বাকি পড়ুয়াদেরও। আবার অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন পড়ুয়া। হাসপাতালেও ভর্তি করতে হয় বেশ কয়েকজনকে। বন্ধও হয়ে যায় স্কুল। টেক্সাসের ক্যানি ক্রিক হাই স্কুলের ঘটনা।

নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার টেক্সাসের ক্যানি ক্রিক হাই স্কুলের একটি ক্লাসে হঠাৎ করেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই বিকট গন্ধে অসুস্থ হয়ে পড়েন অনেক পড়ুয়া। দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই স্কুল পুরো খালি করে দেওয়া হয়। খবর পেয়ে স্কুলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী বাহিনী। কোথা থেকে এই গ্যাস নির্গত হচ্ছে তা খতিয়ে দেখা হয়। বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে গন্ধের উৎসের খোঁজ শুরু করেন করে ওই বাহিনী। তবে কোথাও কোনও গ্য়াস লিক বা আগুন লেগেছে বলে জানা যায়নি।

এদিকে কোনও উদ্বেগজনক কিছু না মেলায় পরের দিনই পড়ুয়াদের স্কুলে ফিরতে বলা হয়। স্কুলে সেদিনও গন্ধের দাপট বজায় ছিল। সেই গন্ধের চোটে মাথাব্যথা হয়ে হাসপাতালে ভর্তি হয় ৬ পড়ুয়া। আরও ৮ জন অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে। এই গন্ধের প্রকোপ না কমা পর্যন্ত সপ্তাহের বাকি দিনগুলির জন্য স্কুলও বন্ধ হয়ে যায়। এদিকে শত খোঁজাখুঁজি ও তদন্ত চালানোর পরও গন্ধের উৎস সম্বন্ধে কিছু জানতে পারেনি দমকল বাহিনী। শেষমেশ গত শুক্রবার এক স্কুল পড়ুয়া নিজের অপকর্ম স্বীকার করে। সে নিজে ক্লাসে একটি ফার্ট স্প্রে ব্যবহার করে। তার ফলেই স্কুল জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্কুল কর্তপক্ষ জানিয়েছে, “ক্যানি ক্রিক হাই স্কুল স্টাফ এবং কনরো আইএসডি পুলিশের কঠোর পরিশ্রমের কারণে, এক শিক্ষার্থী হেনসগাউক্ট ফার্ট স্প্রে নামে একটি অত্যন্ত ঘনীভূত, কৌতুকপূর্ণ, দুর্গন্ধযুক্ত স্প্রে আনার কথা স্বীকার করেছে।”

Next Article