‘মিস্টার পিস আই’, গুগল সিইও নাম উচ্চারণ করতে গিয়ে দাত ভাঙল মার্কিন সেনেটরদের!

TV 9 বাংলা ডিজিটাল: মার্কিন সেনেটে এক আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছিলেন গুগল, ফেসবুক ও টুইটারের সিইও। সেখানে গুগল সিইও সুন্দর কুমার পিচাইর (Sundar Kumar Pichai) নামই ঠিক করে উচ্চারণ করতে পারলেন না মার্কিন সেনেটররা। কেউ বললেন “মিস্টার পিক আই” তো কেউ বললেন, “মিস্টার পিস আই।” এমনকি খোদ সেনেটর তথা বাণিজ্য,বিজ্ঞান ও পরিবহন কমিটির চেয়ারম্যান রজার […]

মিস্টার পিস আই, গুগল সিইও নাম উচ্চারণ করতে গিয়ে দাত ভাঙল মার্কিন সেনেটরদের!
সুন্দর কুমার পিচাই

|

Oct 29, 2020 | 1:04 PM

TV 9 বাংলা ডিজিটাল: মার্কিন সেনেটে এক আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছিলেন গুগল, ফেসবুক ও টুইটারের সিইও। সেখানে গুগল সিইও সুন্দর কুমার পিচাইর (Sundar Kumar Pichai) নামই ঠিক করে উচ্চারণ করতে পারলেন না মার্কিন সেনেটররা।

কেউ বললেন “মিস্টার পিক আই” তো কেউ বললেন, “মিস্টার পিস আই।” এমনকি খোদ সেনেটর তথা বাণিজ্য,বিজ্ঞান ও পরিবহন কমিটির চেয়ারম্যান রজার উইকারও উচ্চারণ করলেন ভুল নাম। ভারতীয় বংশোদ্ভূত গুগল সিইওর নাম উচ্চারণে ভুল করায় সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন মার্কিন সেনেটররা। প্রযুক্তি কোম্পানি গাস্টোর সিইও লেক্সি রিজ টুইট করে মার্কিন সেনেটরদের আবেদন করেন দয়া করে সুন্দর পিচাইর ঠিক নাম উচ্চারণ করুন। টুইটে লেক্সি লেখেন, “আপনারা পিসাই উচ্চারণ করছেন। এটা আপত্তিকর ও লজ্জার।”

শুধু এতেই থেমে যাননি লেক্সি। কী করে সুন্দর পিচাই উচ্চারণ করতে হয় তার একটি ভিডিয়ো বানিয়ে ইউটিউবে পোস্ট করেছেন তিনি। সেই লিঙ্ক টুইট করে মার্কিন সেনেটকে ট্যাগও করেছেন গাস্টোর সিইও।

তবে সেনেটরদের টুইটারের সিইও বোরসের নাম উচ্চারণ করতে বেগ পেতে হয়নি। তবে ফেসবুক সিইওকে একবার ‘জুকারমান’ বলে বসেন সেনেটর রন জনসন। সেদিনই অবশ্য টুইটারের সেন্সর নিয়ে প্রশ্ন তুলে উত্তপ্ত হয়ে সেনেটর টেড ক্রুজ বোরসেকে প্রশ্ন করেন, “আপনাকে নির্বাচিত কে করল বলুন তো?”

কিন্তু গুগলের মতো একটি বৃহৎ কোম্পানির সিইওর নাম একাধিকবার ভুল উচ্চারণ করা ভাল চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। চেন্নাইয়ের সুন্দর কুমার পিচাইয়ের সুনাম সর্বত্র। সারা বিশ্বে তিনি জনপ্রিয়। তারই নামের উচ্চারণে কিনা যত রাজ্যের গণ্ডগোল!