AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

5 die of electrocution: রথের রশিতে টান দেওয়ার আনন্দ বদলে গেল বিষাদে, ছড়িয়ে ছিটিয়ে দেহ

5 die of electrocution: রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৫ জন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং ২ জন পুরুষ। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

5 die of electrocution: রথের রশিতে টান দেওয়ার আনন্দ বদলে গেল বিষাদে, ছড়িয়ে ছিটিয়ে দেহ
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরা, রাস্তায় পড়ে আহতরা
| Edited By: | Updated on: Jul 07, 2024 | 8:10 PM
Share

ঢাকা: রবিবার রথযাত্রা। ভারতের মতো পড়শি দেশ বাংলাদেশেও পালিত হচ্ছে রথ উৎসব। রথের রশিতে টান দেওয়ার জন্য উৎসুক ছিলেন বাংলাদেশের মানুষও। আর সেই রথযাত্রার আনন্দ বদলে গেল বিষাদে। বাংলাদেশের বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৫ জন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং ২ জন পুরুষ। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বগুড়ার সেউজগাড়ি ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টায় বের হয়েছিল। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছলে রথের গম্বুজ‌টি রাস্তার উপরে থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তারের সংস্প‌র্শে আসে। রথের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন লে‌গে যায়। এই সময় রথে থাকা অনেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছড়িয়ে ছিটিয়ে পড়েন অনেকে।

ঘটনার পরই রথযাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিজনরা। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজন আহতর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে, মৃত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় এখনও পর্যন্ত জানা গিয়েছে। তাঁরা হলেন- বগুড়া সদরের কুড়িল এলাকার অতসী রানি (৪০), আদমদিঘির নরেশ মহন্ত (৫০) এবং শাজাহানপুরের রঞ্জিত মহন্ত (৪০)। বাকি ২ জনের পরিচয় এখনও জানা যায়নি।